Advertisement

দেশ

দিল্লি-কলকাতা বিমান আজ থেকে নিয়মিত শুরু, নবান্নের গ্রিন সিগন্যাল

Aajtak Bangla
  • 15 Dec 2020,
  • Updated 9:19 AM IST
  • 1/10

বিমান যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে  আর সপ্তাহে তিন দিন নয়, এখন থেকে রোজই দিল্লি-কলকাতা সরাসরি উড়ান পরিষেবা মিলবে। 

  • 2/10


কলকাতা থেকে বিমান চলাচলে কড়াকড়ি কিছুটা শিথিল হল। ইতিমধ্যে মিলেছে পশ্চিমবঙ্গ সরকারের গ্রিন সিগন্যাল।
 

  • 3/10

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দুই মেট্রো শহরের মধ্যে এতদিন সপ্তাহে ৩ দিন বিমান চলাচল করছিল। 

  • 4/10

যে সব শহরগুলিতে সংক্রমণের তীব্রতা বেশি সেখান থেকে কলকাতায় যাতে খুব বেশি যাত্রী না আসতে পারেন, তার জন্য এই ব্যবস্থা নিয়েছিল নবান্ন।

  • 5/10

দিল্লি ছাড়াও কোভিড ১৯ রোগে  আক্রান্তের সংখ্যা বেশি, এমন ৫টি শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান গত ৪ জুলাই থেকে বন্ধ  করে দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

  • 6/10

পরে এই কড়াকড়ি একটু শিথিল করে ১ সেপ্টেম্বর থেকে ৬টি শহরের সঙ্গে কলকাতা্য় সপ্তাহে ৩টি সরাসরি উড়ান চালানো শুরু হয়। সপ্তাহের বাকি দিনগুলিতে যাত্রীদের কানেক্টিং ফ্লাইট ধরে  গন্তব্যগুলোতে যেতে হত।

  • 7/10

এ বার দিল্লির সঙ্গে কলকাতার প্রাত্যহিক সরাসরি উড়ান চালু হয়ে গেল। তবে কলকাতা থেকে বাকি পাঁচটি শহর তথা মুম্বই, চেন্নাই, অহমেদাবাদ, পুনে এবং নাসিকের উড়ান সপ্তাহের বাছাই করা দিনগুলিতে চলবে।

  • 8/10

করোনার কারণে বিমান পরিষেবা নিয়ন্ত্রিত হওয়ায় যাত্রীরা সমস্যা পড়েছিলেন। এ বার রাজধানীতে যাওয়ার নিয়মিত উড়ান চালু হওয়ায়  দুর্ভোগ কমবে বলে মনে করছেন তাঁরা। তবে বিমান চড়তে হলে করোনার নিয়মবিধি মানতেই হবে। বিমানবন্দরেও কোভিড-১৯ প্রোটোকল মেনে চলতে হবে।
 

  • 9/10

কোভিড পরিস্থিতির জেরে যখন দেশে  লকডাউন ঘোষিত হয়েছিল তখন রেল-বিমান সমস্ত পরিষেবাতেই নিয়ন্ত্রণ এসেছিল। এখন আগের চেয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। ফলে পরিবহণের সমস্ত দিকগুলিই ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। 
 

  • 10/10

 কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রক সূত্রে খবর, আজ থেকে প্রতিদিনই উড়ান যাতায়াত করবে কলকাতা-দিল্লির মধ্যে।
 

Advertisement
Advertisement