Advertisement

কানপুরে ভয়াবহ দুর্ঘটনা, বাস-লোডার সংঘর্ষে মৃত ১৭

উত্তরপ্রদেশের লখনউ থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। সেই সময় বাসটির গতিও যথেষ্টই বেশি ছিল। তখনই লোডারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। লোডারের যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগই বিস্কুট কারখানার শ্রমিক ছিলেন বলে জানা যাচ্ছে। 

কানপুরে পথ দুর্ঘটনা
Aajtak Bangla
  • কানপুর,
  • 09 Jun 2021,
  • अपडेटेड 7:43 AM IST
  • উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা
  • মৃত ১৭, আহত আরও অনেকে
  • মৃতদের পরিবারকে সমবেদনা যোগীর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। লোডারের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল বাস, মৃত্যু ১৭ জনের। আহত হয়েছে আরও বেশকয়েকজন। আহতদের হাসপাতালে ভর্তি করান হয়েছে। ইতিমধ্যেই  পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় ট্যুইট করে মৃতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। একইসঙ্গে ঘটনাস্থলে থাকা আধিকারিকদের দুর্ঘটনায় আহতদের যতটা সম্ভব সহযোগিতার নির্দেশও দিয়েছেন তিনি। 

জানা গিয়েছে, উত্তরপ্রদেশের লখনউ থেকে দিল্লি যাচ্ছিল বাসটি। সেই সময় বাসটির গতিও যথেষ্টই বেশি ছিল। তখনই লোডারের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। লোডারের যে সমস্ত যাত্রীরা মারা গিয়েছেন, তাঁদের বেশিরভাগই বিস্কুট কারখানার শ্রমিক ছিলেন বলে জানা যাচ্ছে। 

দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে আর্থিক সাহায্য দেওয়া হবে প্রধানমন্ত্রীর তরফেও। পিএমএনআরএফ-এর তরফে মৃতদের পরিবারপিছু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানা যাচ্ছে।  

প্রসঙ্গত গত এপ্রিল মাসে ইয়াওয়াতেও ভয়াবহ পথ দুর্ঘটনা হয়। তাতে ৩৫ ফুট গর্তে পড়ে যায় যাত্রী বোঝাই ডিসিএম। সেই সময় তাতে ৫০-এরও বেশি যাত্রী ছিলেন। ঘটনাস্থলের মৃত্যু হয় ১০ জনের। দুর্ঘটনায় সাকুল্যে ১২ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ১ জন মহিলাও ছিলেন।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement