Advertisement

Punjab Election: BJP-র চিন্তা পুরনো সহযোগী, জোট অঙ্কে ঘুম উড়লো ক্যাপ্টেনেরও

বাংলার বিধানসভা নির্বাচন শেষ এবার সকলের নজর গুজরাত, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের নির্বাচনের দিকে। পাঞ্জাব নিয়ে খুব একটা ভাল অবস্থায় নেই গেরুয়া শিবির। একে তো এখানে রয়েছে কংগ্রেস সরকার তারওপর কেন্দ্রের নয়া কৃষিনীতি নিয়ে বিক্ষোক্ষের আগুন জ্বলছে রাজ্য জুড়ে। যার জন্য গত বছরই বিজেপির সঙ্গ ত্যাগ করে পুরনো সহযোগী অকালি দল। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মায়াবতীর বহুজন সমাজ পাটির সঙ্গে জোট বাঁধলো শিরোমণি অকালি দল।

নতুন তৈরি হোয়া রাজনৈতিক সমীকরণ ঘুম কাড়ছে বিজেপি ও কংগ্রেস উভয়েরই
Aajtak Bangla
  • চণ্ডীগড়,
  • 13 Jun 2021,
  • अपडेटेड 10:42 AM IST
  • উত্তরপ্রদেশের মত পাঞ্জাবেও সামনে বিধানসবা নির্বাচন
  • কেন্দ্রের কৃষি আইন এই রাজ্যের নির্বাচনে প্রভাব ফেলবে
  • নতুন তৈরি হওয়া রাজনৈতিক সমীকরণ ঘুম কাড়ছে বিজেপি ও কংগ্রেস উভয়েরই

বাংলার বিধানসভা নির্বাচন শেষ এবার সকলের নজর গুজরাত, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের নির্বাচনের দিকে। পাঞ্জাব নিয়ে খুব একটা ভাল অবস্থায় নেই গেরুয়া শিবির। একে তো এখানে রয়েছে কংগ্রেস সরকার তারওপর কেন্দ্রের নয়া কৃষিনীতি নিয়ে বিক্ষোক্ষের আগুন জ্বলছে রাজ্য জুড়ে। যার জন্য গত বছরই বিজেপির সঙ্গ ত্যাগ করে পুরনো সহযোগী অকালি দল। এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মায়াবতীর বহুজন সমাজ পাটির সঙ্গে জোট বাঁধলো শিরোমণি অকালি দল। শনিবার নিজেই এই জোটের কথা ঘোষণা করেছেন অকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল।

কেন্দ্রের কৃষি বিলের প্রতিবাদে গতবছর এনডিএ থেকে বেরিয়ে যায় অকালি দল।  এবার বিজেপির অন্যতম বিরোধী বিএসপির সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়ইয়ের ময়দানে নামছে  অকালিরা। জানা যাচ্ছে গত বিধানসভা নির্বাচনে বিজেপিকে যতগুলো আসন ছেড়েছিল, মায়াবতীর দলকেও ততগুলি আসন এবার ছাড়বে অকালি দল। ১৯৯৬ সালে লোকসভা নির্বাচনে শেষবার জোট বেঁধে লড়েছিল অকালি এবং বহুজন সমাজ পার্টি। দলিত অধ্যুষিত দোয়াবা অঞ্চলে ৮টি আসন, মালওয়ায় ৭টি এবং মাঝা অঞ্চলে ৫টি, মোট ২০টি আসনে লড়বে বিএসপি। বাকি ৯৭টি আসনে লড়বে অকালি দল। 

২০১৭ সালের বিধানসভা নির্বাচনেও  পঞ্জাবের  ১১১টি আসনে প্রার্থী দিলেও একটিতেও জয়ের মুখ দেখেনি মায়াবতীর দল। এর আগে ১৯৯৬ সালে অকালি দলের প্রকাশ সিং বাদল এবং বিএসপির প্রতিষ্ঠাতা কাশী রাম একজোট হয়েছিলেন পাঞ্জাবে।  সেবার দুই দল ১৩টির মধ্যে ১১টি লোকসভা আসনে জয়ী হয়। সেই অতীত ফিরিয়ে আনতে ফের ঐক্যবদ্ধ হয়েছেন মায়াবতী ও সুখবীর বাদল। নতুন এই রাজনৈতিক সমীকরণ বিজেপির সঙ্গে সঙ্গে ঘুম ওড়াচ্ছে রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস সরকারেরও। মাস খানেক আগেই পাঞ্জাব নির্বাচনে জিতলে দলিত উপমুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল শিরোমণি অকালিদল।

Advertisement

চিন্তা বাড়ল কংগ্রেসেরও
এবারে বিধানসভা  ভোটে পাঞ্জাবে ছায়া ফেলবে মোদী সরকারের নয়া কৃষি আইন। কৃষি আইন নিয়ে প্রবল আপত্তি জানিয়ে বিজেপির সঙ্গে জোট ভেঙেছিল শিরোমণি অকালি দল। কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছেড়ে বেরিয়ে এসেছিলেন অকালি দলের নেত্রী হরসিমরত কউর। তারপরেই পাঞ্জাবে সঙ্গী খুঁজছিল অকালি দল। শেষ পর্যন্ত মায়বতীর সঙ্গেই হাত মেলালেন সুখবীর সিং বাদল। এই জোট চাপে ফেলবে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-কেও।  এমনিতেই সিধুর সঙ্গে অমিরিন্দরের দূরত্ব নিয়ে চিন্তায় রয়েছে পাঞ্জাবের প্রদেশ নেতৃত্ব। এদিকে অমরিন্দরের সঙ্গে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সাম্প্রতিক সাক্ষাৎ রাজনৈতিক মহলে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement