Advertisement

পুলওয়ামায় গুলির লড়াই, খতম ৩ জঙ্গি, এলাকায় কারফিউ

আর্মি ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে যে ৩ জঙ্গি খতম হয়েছে তাদের মধ্যে পাকিস্তানের বাসিন্দা তথা লস্করের সদস্য অয়াজও রয়েছে বলে খবর। জানা গিয়েছে, পুলওয়ামা শহরের জেলা হাসপাতালের কাছে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তাবাহিনী। তারপর পুরো এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা।

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ৩ জঙ্গি
Aajtak Bangla
  • জম্মুকাশ্মীর,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 12:36 PM IST
  • নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই
  • হত ৩ জঙ্গি
  • এলাকায় জারি কারফিউ

জম্মুকাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই। এখনও পর্যন্ত ৩ জঙ্গি খতম বলে খবর পাওয়া যাচ্ছে। আর্মি ও সিআরপিএফ-এর যৌথ অভিযানে যে ৩ জঙ্গি খতম হয়েছে তাদের মধ্যে পাকিস্তানের বাসিন্দা তথা লস্করের সদস্য অয়াজও রয়েছে বলে খবর। জানা গিয়েছে, পুলওয়ামা শহরের জেলা হাসপাতালের কাছে সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় নিরাপত্তাবাহিনী। তারপর পুরো এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা। সেইসময় গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা জবাব দেন জওয়ানরাও। আপাতত গোটা পুলওয়ামা জুড়ে কারফিউ জারি করা হয়েছে। 

অনন্তনাগে সংঘর্ষ
এর আগে অনন্তনাগের কওয়ারিগাম এলাকাতেও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় ৩ সন্ত্রাসবাদী। জানা যায়, সিআরপিএফ জওয়ান ও পুলিশ কর্মীদের নিশানা করে হামলা চালায় জঙ্গিরা। এরপর বাহিনীর পালটা জবাবে নিহত হয় ৩ সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, ওই তিন জন সম্প্রতিই একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল। নিরাপত্তারক্ষীরা জানতে পারেন, একটি গ্রামে সন্ত্রাসবাদীদের দেখা গিয়েছে। তারপরেই গ্রামে পৌঁছায় জম্মুকাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর জওয়ানরা। তাঁদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। দীর্ঘ গুলির লড়াইয়ের পর জঙ্গিদের খতম করেন বাহিনীর জওয়ানরা। 

রাজৌরিতে সংঘর্ষ
অন্যদিকে অনন্তনাগে সংঘর্ষের আগে রাজৌরিতেও নিরাপত্তাবাহিনীর সঙ্গে ব্যাপক গুলির লড়াই হয় সন্ত্রাসবাসীদের। তাতে নিহত হয় পাকিস্তানের ২ জঙ্গি। তবে শহীদ হন ২ জওয়ানও। ঘটনাস্থল থেকে বেশকিছু অস্ত্রও বাজেয়াপ্ত করে নিরাপত্তাবাহিনী। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement