Advertisement

Swati Maliwal: স্বাতীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব, স্বীকার করল AAP

দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বৈঠকে স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপি কাউন্সিলররা সরব হন। আম আদমি পার্টিকে কোণঠাসা করার চেষ্টা করেন। মঙ্গলবার বেলা ১১টায় দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সভায় মেয়র শৈলী ওবেরয় চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বিজেপি কাউন্সিলররা হট্টগোল শুরু করেন। কেজরিওয়ালের ইস্তফার দাবি করতে থাকন। হট্টগোলের জেরে সভা মুলতবি করতে বাধ্য হন মেয়র। 

অরবিন্দ কেজরিওয়াল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 May 2024,
  • अपडेटेड 6:44 PM IST
  • স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ।
  • মঙ্গলবার স্বীকার করে নিল আম আদমি পার্টি।

রাজ্যসভার সাংসদ এবং দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ স্বীকার করে নিল আম আদমি পার্টি। তারা জানাল, বিষয়টি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যথাবিহিত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওা হয়েছে। মঙ্গলবার এই ইস্যুতে কেজরিওয়ালের পদত্যাগ দাবি করেছিল বিজেপি।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেন,'গতকাল অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন স্বাতী মালিওয়াল। তখন বিভব কুমার নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখছেন। যথাযথ ব্যবস্থা নেবেন'।

সঞ্জয় সিং আরও বলেন,'স্বাতী মালিওয়াল দেশ ও সমাজের জন্য দারুণ কাজ করেছেন। স্বাতী মালিওয়াল দলের পুরনো ও সিনিয়র নেতৃত্বের মধ্যে অন্যতম। আমরা সবাই তাঁর পাশে আছি'। 

দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের বৈঠকে স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপি কাউন্সিলররা সরব হন। আম আদমি পার্টিকে কোণঠাসা করার চেষ্টা করেন। মঙ্গলবার বেলা ১১টায় দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের সভায় মেয়র শৈলী ওবেরয় চেয়ারে বসার সঙ্গে সঙ্গে বিজেপি কাউন্সিলররা হট্টগোল শুরু করেন। কেজরিওয়ালের ইস্তফার দাবি করতে থাকন। হট্টগোলের জেরে সভা মুলতবি করতে বাধ্য হন মেয়র। 

মুখ্যমন্ত্রীর বাসভবনে মহিলারা অসুরক্ষিত 

স্বাতী মালিওয়ালের দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে বিজেপি এমসিডি হাউসে দিল্লি নগর নিগম আইনের ৭৪ ধারায় নিন্দা প্রস্তাব নিয়ে আসে। এমসিডি-তে দিল্লি বিজেপির  বিরোধী দলের নেতা রাজা ইকবাল সিং অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বাসভবনে মহিলারা সুরক্ষিত নন। রাজ্যসভার সাংসদ এবং দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও দুর্ব্যবহারের শিকার। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব এই কাণ্ড ঘটিয়েছেন। আম আদমি পার্টির সদস্যরা এবং রাজ্যসভার সাংসদরা যদি মুখ্যমন্ত্রীর বাসভবনে নিরাপদ না থাকেন, তাহলে গোটা দিল্লির মহিলাদের নিরাপত্তার নিশ্চয়তা কী হবে, তা ভাবার বিষয়। 

Advertisement

পুলিশ কী জানিয়েছে?

দিল্লি পুলিশ জানিয়েছে,'স্বাতী মালিওয়াল এখনও কোনও লিখিত অভিযোগ করেননি। ঘটনার পর থানায় আসেন স্বাতী। তিনি বলেছিলেন, অভিযোগ দায়ের করবেন। আমরা গতকাল যোগাযোগ করার চেষ্টা করেছি। তাঁর জন্য অপেক্ষাও করছি। লিখিত অভিযোগ দিলেই আমরা এ বিষয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাব'।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement