আগামী মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার পরেই দেশ জুড়ে দামামা বেজে যাবে লোকসভা নির্বাচনের। লোকসভা ভোটের রূপরেখা কেমন হবে সেসব নিয়ে চর্চা চলছে। তারইমধ্যে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে রবিবার সভা করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি তাঁর কর্মসুচী নিয়ে একটি বই প্রকাশ করেছেন। বইটির নাম ‘নিঃশব্দ বিপ্লব’। এদিন বিকেলে ফলতায়, ডায়মন্ড হারবারের সাংসদ হিসাবে তিনি গত আট বছরে কী কী কাজ করেছেন মূলত সেই সাফল্যের খতিয়ান প্রকাশ করেছেন বইটির মাধ্যমে।
এদিন অভিষেক কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন। বলেন, 'মুকুল রায়, সোনালি, হিমন্ত বিশ্বশর্মার মতো আমাকেও ভাঙিয়ে নিয়ে যেতে চেয়েছিল বিজেপি। কিন্তু যতদিন বাঁচব মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করব। জয়বাংলা বলব।' ক'য়েকদিন আগে বিমানবন্দরে আটকানো হয়েছিল তাঁর স্ত্রীকে। যেতে দেওয়া হয়নি দেশের বাইরে। বিষয়টিতে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রীর নাকি ৫৬ ইঞ্চি ছাতি, আমার ৯ বছরের মেয়ে, ৩ বছরের ছোট্ট ছেলেকে আটকাচ্ছে। মানুষ জবাব দেবে।'
এদিন পঞ্চায়েত ভোটের নিরিখে ডায়মণ্ড হারবারকে এক নম্বরে তুলে আনার আহ্বান জানান অভিষেক। পাশাপাশি ২০১৪ সালে সাংসদ হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যকালের ৯ বছর অতিবাহিত। এক বছর এখনও বাকি লোকসভা ভোটের। সাংসদ হিসেবে বিগত আট বছরে ডায়মন্ড হারবারের কী কী উন্নতি ঘটালেন তিনি, সেই হিসেবই তুলে ধরেন এদিন বই আকারে।
সামনের মাসেই রাজ্যে পঞ্চায়েত ভোট তার পর লোকসভা ভোট। দেশ জুড়ে বিজেপি-বিরোধী জোট গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় স্তরের রাজনীতিতে তাই তৃণমূলনেত্রী এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন।