বিহার বিধানসভা নির্বাচন এবং দেশের অন্যান্য রাজ্যে উপনির্বাচনে কংগ্রেসের পারফরম্যান্স নিয়ে সম্প্রতি একটি সংবাদপত্রে মুখ খুলেছেন কংগ্রেসের বর্ষীয়াণ নেতা কপিল সিব্বল। যদিও এ ধরনের মন্তব্য হাত শিবির সমর্থন করে না মঙ্গলবার একটি বিবৃতিতে এমনটাই বুঝিয়ে দিয়েছেন দলের নেতা অধীর রঞ্জন চৌধুরি।
সাংবাদিক বৈঠক থেকে মুর্শিদাবাদের সাংসদ অধীর বলেন, "কপিল সিব্বল এর আগেও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কংগ্রেস দলকে নিয়ে উনি সব সময় চিন্তিত থাকেন। তাই ওঁর দলের অভ্যন্তরে এসে কাজ করা উচিত। কিন্তু বিহার বিধানসভা নির্বাচন হোক কিংবা মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ বা গুজরাট কোথাও তো ওঁর মুখ দেখাই যায়নি।"
প্রসঙ্গত, সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল বিহার বিধানসভা নির্বাচন এবং মধ্য প্রদেশ উপ-নির্বাচনে কংগ্রেসের ফলাফল বিবেচনা করে দলের মধ্যে অন্তর্নিহিতকরণের প্রয়োজনের পক্ষে ছিলেন। তিনি এও বলেন, দেশের জনগণ, শুধু বিহারে নয়, যেখানেই উপনির্বাচন হয়েছিল, স্পষ্টতই কংগ্রেসকে কেউই বিকল্প হিসাবে বিবেচনা করছে না। এটা একটা উপলব্ধি। এমনকী সাক্ষাৎকারে দলের সাংগঠনিক ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সিব্বল। কংগ্রেসম্যানের কথায়, "আমরা জানি কংগ্রেসে কী ভুল হচ্ছে সাংগঠনিকভাবে। আমাদের কাছে তার উত্তরও রয়েছে। এমন কংগ্রেস নিজেও সেই উত্তর জানে। তবে তাঁরা তা স্বীকার করতে রাজি নয়। যতদিন না বুঝতে পারবে ততদিনে গ্রাফের অবনতি হবেই। এখন কংগ্রেসের তা পরিস্থিতি তা নিয়ে আমরা উদ্বিগ্ন।"
সংবাদ সংস্থা এএনআই জানায় যে কংগ্রেসের লোকসভা নেতা অধীর রঞ্জন চৌধুরীর মতে বিহার ও মধ্যপ্রদেশে গিয়ে যদি কাজ করে দেখাতেন তাহলে নেতার কথার একটা অর্থ থাকত। কিন্তু কাজ না করে কথার বলার অর্থ খুঁজে পাচ্ছেন না মুর্শিদাবাদের সাংসদ। উল্লেখ্য, অধীরের আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটেরও তোপের মুখে পড়েন সিব্বল। দলের "অভ্যন্তরীণ বিষয়গুলি" মিডিয়ায় জানানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।