একদিকে একের পর এক ভোটে বিপর্যয়। তার উপর অন্তর্দ্বন্দ্ব। সব মিলিয়ে কংগ্রেসের নাজেহাল দশা। কপিল সিব্বলের পরে দলের আরেক প্রবীণ নেতা গুলাম নবি আজাদও দলের শোচনীয় অবস্থায় একাধিক প্রশ্ন তুলে উগরে দিয়েছেন ক্ষোভ। কপিল সিব্বলের পরে গুলাম নবি আজাদকেও জবাব দিলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী। বললেন, 'যাঁরা রাহুল গান্ধীকে নিশানা করছেন, তাঁরা আয়নায় নিজেদের মুখ দেখুন।'
আরও পড়ুন: "জোটের ভবিষ্যৎ ক্ষমতা", সাফ কথা অধীর চৌধুরীর
অধীর বললেন, এই ভাবে শুধু রাহুল গান্ধীর দিকে নিশানা করে, হারের জন্য একজনকে দায়ী করে কোনও লাভ নেই। যাঁরা এই ভাবে দলের বিরুদ্ধে মিডিয়ায় বড় বড় কথা বলছেন, তাঁরা পার্টির সেশনের জন্য একটু অপেক্ষা করতে পারছেন না? সেখানে তো সামনাসামনি কথা বলতে পারবেন।
আরও পড়ুন: 'বাংলায় সামনে ভোট, ওখানে ফোকাস করুন,' অধীরকে জবাব 'বিদ্রোহী' সিব্বলের
অধীরের কথায়, যদি বিহারের হার নিয়ে কিছু বলার থাকে, তো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। এই ভাবে হারের উপর নুন ছিটনোর কিছু লোককে আনন্দ কেন দিচ্ছেন? কংগ্রেস দলের একটা সংস্কৃতি আছে। এই নেতারা আজ যে সব পদে রয়েছেন, সেই সংস্কৃতিরই জন্য রয়েছেন।
কপিল সিব্বল সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, 'উনি বাংলার নির্বাচনে ফোকাস করুক। এটাই পরামর্শ।' পাল্টা অধীরের বক্তব্য, বিহারের নির্বাচনের সঙ্গে বাংলাকে গুলিয়ে ফেললে চলবে না। গত বিধানসভায় বাংলায় বামেদের সঙ্গে জোট করে ভাল ফল করেছিল কংগ্রেস।