Advertisement

Amit Shah In Agenda Aaj Tak: ডিজিটাল অ্যারেস্টের শিকার হলে কোন নম্বরে ফোন করবেন? জানালেন শাহ

Amit Shah In Agenda Aaj Tak: ডিজিটাল অ্যারেস্ট নিয়েও দেশের জনতাকে সতর্ক করেন তিনি। পাশাপাশি অভয়ও দেন, সরকার যে জনতার পাশে আছে, তাও জানিয়ে দেন তিনি।

ডিজিটাল অ্যারেস্টের শিকার হলে কোন নম্বরে ফোন করবেন? জানালেন শাহ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Dec 2024,
  • अपडेटेड 11:23 PM IST

Agenda Aaj Tak 2024: অ্যাজেন্ডা আজতকে (Agenda Aaj Tak 2024) শনিবার হাজির হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি খোলাখুলি প্রশ্নে উত্তর দেন। রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে বিরোধীদের যেমন তুলোধোনা করেন, তেমনই গৌতম আদানি (Goutam Adani) ইস্যুতে বিরোধীদের অভিযোগ থেকে নকশালবাদ নিয়েও জবাব দেন তিনি। তিনি এদিন ডিজিটাল অ্যারেস্ট (Digital Arrest) নিয়েও দেশের জনতাকে সতর্ক করেন তিনি। পাশাপাশি অভয়ও দেন, সরকার যে জনতার পাশে আছে, তাও জানিয়ে দেন তিনি।

ডিজিটাল অ্যারেস্টের শিকার হলে কী করবেন?
অমিত শাহ বলেন, সতর্ক থাকাই সবচেয়ে ভাল। নানা রকম প্রতারণার খবর আসছে। সবাই সতর্ক থাকুন, কেউ ফাঁদে পা দেবেন না। তবু যদি অজান্তে বা কোনওভাবে প্রতারণার ঘটনা ঘটে, তাহলে টোল ফ্রি ১৯৩০ নম্বরে কল করে আপনার অভিযোগ জানান। আমি কথা দিচ্ছি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি সাড়া পাবেন।"

এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জনসাধারণকে ' ডিজিটাল গ্রেফতারের ' মাধ্যমে প্রতারণা করার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছেন। জোর দিয়ে বলেছেন যে একাধিক সংস্থা এই ক্রমবর্ধমান সমস্যাটির বিরুদ্ধে লড়াই করার জন্য একসঙ্গে কাজ করছে। এটিকে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে বর্ণনা করে, প্রধানমন্ত্রী এই ধরণের কেলেঙ্কারির মুখোমুখি হলে নাগরিকদের 'অপেক্ষা করুন, ভাবুন এবং পদক্ষেপ নিন' পদ্ধতি অনুসরণ করার আহ্বান জানান।

"ডিজিটাল অ্যারেস্ট" বলতে এক ধরনের সাইবার ক্রাইমকে বোঝায়, যেখানে স্ক্যামাররা আইন প্রয়োগকারী হিসেবে জাহির করে, যদি না শিকার ব্যক্তিরা নির্দিষ্ট অর্থ প্রদান না করে তবে গ্রেফতারের হুমকি দেয়। এই কেলেঙ্কারির অসংখ্য ঘটনা সম্প্রতি সারা দেশে রিপোর্ট করা হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement