Advertisement

Agenda Aaj Tak 2024 Ram Nath Kovind: ভারতে কেন 'এক দেশ এক নির্বাচন' দরকার? ব্যাখ্যা করলেন রামনাথ কোবিন্দ

রাজস্থানের নজিরও তুলে ধরেন কোবিন্দ। জানান,'২০২৩ সালের শেষার্ধে একাধিক রাজ্যে নির্বাচন হয়েছিল। অক্টোবরে রাজস্থানে ভোটগ্রহণ হয়। নভেম্বরে সরকার গঠিত হয়েছিল। এবার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সময়। কিন্তু মন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হলেন, সমস্ত প্রতিশ্রুতি মনে আছে। কিন্তু আগে লোকসভা ভোটটা মিটতে দিন'।

রামনাথ কোবিন্দ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2024,
  • अपडेटेड 10:32 PM IST
  • এক দেশ এক ভোটের (One Nation One Election) পক্ষে সওয়াল কোবিন্দের।
  • 'এর আগেও একসঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হয়েছিল।
  • মনে করিয়ে দিলেন রামনাথ কোবিন্দ।

'অ্যাজেন্ডা আজ তক ২০২৪'-এর মঞ্চে এক দেশ এক ভোটের (One Nation One Election) পক্ষে সওয়াল করলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন,'আমি মনে করি এক দেশ এক ভোট খালি একটা শব্দবন্ধ নয়। এর আসল অর্থ হল দেশে ১৯৫২ সাল থেকে ১৯৬৭ পর্যন্ত লোকসভা এবং বিধানসভার নির্বাচন একসঙ্গে হয়েছিল। পরে তার পরিবর্তন হয়'।

কোবিন্দ মনে করিয়ে দেন,'এর আগেও একসঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হয়েছিল। প্রায় ১৫ বছর ধরে তা চালু ছিল'। তাঁর অভিমত,'দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একই সঙ্গে হওয়া উচিত। এর উপযোগিতা আর উপকারিতাও রয়েছে। 

সুষ্ঠু প্রশাসনের জন্য ভোট দেন সাধারণ মানুষ

প্রাক্তন রাষ্ট্রপতি বলেন,'সংবিধানে লোকসভা, বিধানসভা, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত নির্বাচনের কথা বলা রয়েছে। এই নির্বাচনগুলি হয়ও। বিভিন্ন সময়ে ভোট হলে পাঁচ বছরের মধ্যে চার বছরই নষ্ট হয়ে যায়। ভোটাররা সুশাসনের জন্য ভোট দিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়'।

রাজস্থানের নজিরও তুলে ধরেন কোবিন্দ। জানান,'২০২৩ সালের শেষার্ধে একাধিক রাজ্যে নির্বাচন হয়েছিল। অক্টোবরে রাজস্থানে ভোটগ্রহণ হয়। নভেম্বরে সরকার গঠিত হয়েছিল। এবার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের সময়। কিন্তু মন্ত্রী আর মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হলেন, সমস্ত প্রতিশ্রুতি মনে আছে। কিন্তু আগে লোকসভা ভোটটা মিটতে দিন'। 

'ভোটারদের সঙ্গে অবিচার...' 

রামনাথ কোবিন্দ বলেন,"রাজস্থানের মানুষ রাজ্য সরকারকে ৬-৭ মাস সময় দিয়েছে। এর পরে  বলা হল, স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতের নির্বাচন হবে। সুশাসন ছাড়া বাকি সব হল। সাড়ে তিন বছর পুরোটাই চলে ভোট করাতে। এটা কি ভোটারদের প্রতি অবিচার নয়?" 

প্রাক্তন রাষ্ট্রপতি আরও বলেন,'সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের কথা বলে সংবিধান। ন্যায়বিচারের পরিবর্তে ভোটারদের প্রতি অবিচার করা হচ্ছে। সব রাজনৈতিক দল যদি এক দেশ, এক নির্বাচন নিয়ে একমত হয়, তাহলে তা দেশের জন্য গেম চেঞ্জার হতে পারে'।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement