Advertisement

'মোদীকে হারাতে পারেন মমতাই', TMC-কে জোটের প্রস্তাব AIUDF-র

তৃণমূল কংগ্রেসকে কার্যত জোটের প্রস্তাব অসমের অন্যতম গুরুত্বপূর্ণ দল All India United Democratic Front-র। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ যিনি মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারবেন, এমনটাই মনে করছে তারা। ইন্ডিয়া টু'ডে, আজতককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে AIUDF বিধায়ক আমিনুল ইসলাম এই কথা বলেন।

মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • অসম ,
  • 13 Sep 2021,
  • अपडेटेड 12:02 PM IST
  • তৃণমূল কংগ্রেসকে কার্যত জোটের প্রস্তাব অসমের অন্যতম গুরুত্বপূর্ণ দল All India United Democratic Front-র
  • মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ যিনি মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারবেন, এমনটাই মনে করছে তারা
  • ইন্ডিয়া টু'ডে, আজতককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে AIUDF বিধায়ক আমিনুল ইসলাম এই কথা বলেন

তৃণমূল কংগ্রেসকে কার্যত জোটের প্রস্তাব অসমের অন্যতম গুরুত্বপূর্ণ দল All India United Democratic Front-র। মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ যিনি মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারবেন, এমনটাই মনে করছে তারা। ইন্ডিয়া টু'ডে, আজতককে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে  AIUDF বিধায়ক আমিনুল ইসলাম এই কথা বলেন।  

আমিনুল ইসলামের কথায়, 'দেশের মানুষ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তিনিই একমাত্র নেত্রী যিনি মোদীর বিরুদ্ধে লড়াই করতে পারেন। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তার প্রমাণ মিলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য প্রধানমন্ত্রীও একাধিক সভা করেছেন পশ্চিমবঙ্গে। সমস্ত শক্তি প্রয়োগ করেছেন। তারপরও মমতার সামনে দাঁড়াতেই পারেনি গেরুয়া শিবির।' 

আরও পড়ুন : 'ভারতের মেয়ে বলতে লজ্জা লাগছে' ক্ষোভ বাঙালি অভিনেত্রীর


তৃণমূলের সঙ্গে জোটের প্রস্তাবও দেন আমিনুল ইসলাম। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য। যদি তৃণমূলের তরফে আমাদের জোটের প্রস্তাব দেওয়া হয়, তাহলে আমরা দলে তা নিয়ে আলোচনা করব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গে জোটেও যেতে পারি। কংগ্রেসের সঙ্গে এখন আমাদের কোনও সম্পর্ক নেই।' 

আরও পড়ুন : WhatsApp-এ টাইপ না করেও কীভাবে পাঠাবেন মেসেজ? রইল উপায়

২০২১ সালে অসম বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিল   AIUDF। কিন্তু, তাদের পরে তাদের সঙ্গে কংগ্রেসের জোট ভেঙে যায়। 

AIUDF-র সাধারণ সম্পাদক আমিনুলের কথায়, 'মমতা বন্দ্যোপাধ্য়ায় ও স্টালিনের মতো নেতারা যদি জোটবদ্ধ হন তাহলে UPA শক্তিশালী হতে পারে। আঞ্চলিক দলগুলিকেও এক জায়গায় হতে হবে। BJP-কে হারানোর মতো অবস্থায় এখন কংগ্রেস নেই। ওরা অসমে আমাদের সঙ্গে জোট ভেঙেছে।' 
 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement