ওয়ানাডে ভূমিধসে মৃতের সংখ্যা ১৮০ ছাড়িয়েছে। আহত দু'শো জনেরও বেশি। এই মৃত্যুমিছিলের জন্য কেরল সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যসভায় তিনি অভিযোগ করলেন,'৭ দিন আগে ভূমিধসের সতর্কবার্তা থাকা সত্ত্বেও কেরল সরকার কেন মানুষকে নিরাপদ স্থানে সরাল না!' তাঁর প্রশ্ন,'কেন আগাম সতর্কবার্তা সত্ত্বেও মানুষকে অন্যত্র সরাল না রাজ্য সরকার? এত লোক কীভাবে মারা গেল?'
এ দিন রাজ্যসভায় অমিত শাহ বলেন,'২৩ জুলাই আমার অনুমতি নিয়ে ৯ দলের বিপর্যয় মোকাবিলা দল কেরলে রওনা দিয়েছিল। কারণ সেখানে ভূমিধসের আশঙ্কা ছিল। ভারত সরকার বিমানে এনডিআরএফ-র দল পাঠিয়েছিল। কেরল সরকার কী করছিল? কেন মানুষকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়নি? কেন সরানো হয়নি? আর অন্যত্র সরানো হলে তাঁরা মারা গেল কীভাবে? শুরুতে সরানো হয়নি। পরে সরিয়েছে রাজ্য সরকার'।
তিনি মনে করিয়ে দেন,'২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ২০১৬ সাল থেকে আগাম সতর্কতা ব্যবস্থা চালু হয়েছিল। ২০২৩ সাল থেকে এটা দুনিয়ার সবচেয়ে আধুনিক আগাম সতর্কবার্তা। ৭ দিন আগেই ভূমিধসের পূর্বাভাস দিয়েছিল ৪টি দেশ। এর মধ্যে একটি ভারত'।
ওডিশা সরকারের প্রসঙ্গও তোলেন শাহ। তিনি জানান,'এর আগেও আগাম সতর্কতা দিয়েছিলাম বিভিন্ন রাজ্যের সরকারকে। তারা ভালো কাজও করেছে। ওড়িশায় ৭ দিন আগে ঝড়ের আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। তখন ওড়িশায় আমাদের সরকার ছিল না, নবীনবাবুর সরকার ছিল। মাত্র একজন মারা গিয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারকেও আগাম সতর্কতা দেওয়া হয়েছিল। সেখানকার সরকারও ভালো কাজ করেছে। মাত্র সাতটি গবাদি পশু মারা গিয়েছিল। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক আগাম সতর্কতা ব্যবস্থা রয়েছে'।