Advertisement

Arvind Kejriwal:'বিধায়ক পিছু ২৫ কোটি! দল ভাঙানোর চেষ্টা করছে BJP', বিস্ফোরক কেজরিওয়াল

নেট মাধ্যমে দীর্ঘ পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়,'বিজেপি দিল্লিতে আপ বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে।'

Arvind Kejriwal
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Jan 2024,
  • अपडेटेड 12:44 PM IST
  • বিজেপিকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • দল ভাঙানোর অভিযোগ কেজরিওয়ালের।

বিহারে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এবার দিল্লিতে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ, বিজেপি দল ভাঙানোর চেষ্টা করছে। কোটি টাকার অফার দেওয়া হয়েছে বিধায়কদের। কেজরিওয়াল বলেন,'আপ বিধায়কদের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। তাদের বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি-কাণ্ডে গ্রেফতার করা হতে পারে।'

নেট মাধ্যমে দীর্ঘ পোস্ট করে বিজেপিকে নিশানা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়,'বিজেপি দিল্লিতে আপ বিধায়কদের ভাঙানোর চেষ্টা করছে। দিল্লিতে আমাদের ৭ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। ওরা বলছে, কয়েকদিন পর কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। তার পর আমরা বিধায়কদের ভাঙব। ২১ জন বিধায়কের সঙ্গে কথা হয়েছে। আমরা বাকি বিধায়কদের সঙ্গেও কথা বলছি।'

কেজরিওয়াল আরও বলেন,'বিধায়কদের বলা হয়েছে, আমরা দিল্লিতে আম আদমি পার্টির সরকার ফেলে দেব। আপনিও আসতে পারেন। ২৫ কোটি টাকা দেব। বিজেপির টিকিটে নির্বাচনে লড়বেন। ২১ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছি।' তবে কেজরিওওয়াল সূত্র মারফত জানতে পেরেছেন, এখনও পর্যন্ত ৭ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সব বিধায়কই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

কেজরিওয়াল আরও দাবি করেছেন, 'আবগারি কেলেঙ্কারির তদন্ত করতে আমাকে গ্রেফতার করা হচ্ছে না। বরং দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে পতনের ষড়যন্ত্র হচ্ছে। গত ৯ বছর ধরে বিজেপি আমাদের সরকারের ফেলে দেওয়ার ষড়যন্ত্র করেছে। কিন্তু তারা সাফল্য পায়নি। ঈশ্বর এবং জনগণ সবসময় আমাদের পাশে থেকেছে। আমাদের সমস্ত বিধায়করাও আমাদের সঙ্গে রয়েছেন। এবারও এই তাদের এই উদ্দেশ্য ব্যর্থ হবে। সবাই জানে যে আমাদের সরকার দিল্লির জনগণের জন্য কতটা কাজ করেছে। সমস্ত বাধা সত্ত্বেও আমরা অনেক কিছু অর্জন করেছি।'

দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, আবগারি কেলেঙ্কারির মামলায় ফাঁসিয়ে সরকার ফেলতে চায় বিজেপি। কারণ তারা জানে আপ সরকারকে ফেলার ক্ষমতা তাদের নেই। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement