Advertisement

Arvind Kejriwal in ED Custody : 'মুখ্যমন্ত্রিত্ব ছাড়ব না, জেল থেকেই সরকার চালাব', জানালেন কেজরিওয়াল

জেলে থেকেই তিনি সরকার চালাবেন। রাউস অ্যাভিনিউ আদালতের অভ্যন্তরে aajtak-কে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আদালতের ভিতর aajtak-র সঙ্গে একান্ত আলাপচারিতায় কেজরিওয়াল নিজের অবস্থান স্পষ্ট করে দেন।

অরবিন্দ কেজরিওয়াল
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Mar 2024,
  • अपडेटेड 9:43 PM IST
  • জেলে থেকেই তিনি সরকার চালাবেন
  • রাউস অ্যাভিনিউ আদালতের অভ্যন্তরে aajtak-কে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

জেলে থেকেই তিনি সরকার চালাবেন। রাউস অ্যাভিনিউ আদালতের অভ্যন্তরে aajtak-কে জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় ED। তবে আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করে। আগামী ২৮ মার্চ ফের কেজরিওয়ালকে তোলা হবে আদালতে। আদালতের ভিতর  aajtak-র সঙ্গে একান্ত আলাপচারিতায় কেজরিওয়াল নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব না। প্রয়োজনে আমি জেলে বসেই সরকার চালাব।' 

aajtak-র সঙ্গে দীর্ঘ কথোপকথনে কেজরিওয়াল জানান, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। তিনি জেল থেকে সরকার চালাবেন। বলেন,'জেলের ভিতরে থাকি বা বাইরে সেখান থেকেই সরকার চলবে। আমি চালান। আমি জানি যে, সমস্যার মধ্যে পড়েছি। তবে আমরা এর মধ্যেই কাজ করে যাব। দিল্লির মানুষ এটাই চায়।'

তাঁর স্বাস্থ্য ভালো আছে বলেও দাবি করেন তিনি। জানান, আমি একদম ভালো আছি। শরীর খুব ভালো আছে। তবে গ্রেফতারি যে অনভিপ্রেত ছিল সেটাও জানান। তিনি যোগ করেন, 'আমি এটা আশা করিনি। আমি ভাবিনি যে ইডি এত তাড়াতাড়ি আমাকে গ্রেফতার করবে। হাইকোর্টের নির্দেশের পর তারা আমাকে গ্রেপ্তার করতে আসবে মাথায় আসেনি। মনে হয়েছিল, ED আরও ২ থেকে ৩ দিন অপেক্ষা করবে। ইডি আমাকে এভাবে নিয়ে আসায় আমার বাবা-মায়ের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সুযোগ পাইনি।' 

তিনি আরও বলেন, ইডি আধিকারিকরা তার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন। অসম্মানজনক কোনও কাজ করেননি। গত রাতে কোনও জিজ্ঞাসাবাদও করা হয়নি। হেফাজতেও তাঁকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি মনে করেন না। আপনি কি ভয় পেয়ে গেছেন? এই প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, 'আমি মোটেও ভয় পাচ্ছি না, আমি পুরোপুরি প্রস্তুত। তবে তদন্ত করা কখনও লক্ষ্য নয় ED-র। আমি বিশ্বাস করি, জনগণই শেষ কথা বলবে।' 

Advertisement

প্রসঙ্গত, ইডি কোর্টের কাছে যে রিমান্ড কপি জমা দিয়েছে, সেখানে উল্লেখ অরবিন্দ কেজরিওয়াল আফগারি দুর্নীতির সঙ্গে যুক্ত। আফগারি নীতি বাস্তবায়ন এবং অপরাধ থেকে উপার্জিত আয়ের অপব্যবহার করেছেন। ইডি-র দাবি কেজরিওয়াল দিল্লি সরকারের মন্ত্রী, আপ নেতা এবং অন্য ব্যক্তিদের সাথে যোগসাজশ করেছেন। তিনি দিল্লি আফগারি নীতি কেলেঙ্কারির মূল ষড়যন্ত্রকারী। 

ED-র আরও দাবি, আফগারি নীতির বিনিময়ে যে টাকা এসেছে তা গোয়ার নির্বাচনে বিনিয়োগ করা হয়েছে। ইডি জানিয়েছে যে বিজয় নায়ার এবং মনীশ সিসোদিয়ার সহযোগিতায় দক্ষিণ লবি থেকে টাকা নেওয়া হয়েছিল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement