আফগানিস্তান দখল করেছে তালিবান। এই পরিস্থিতিতে ভারত সেখানে যে সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করেছে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুললেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। একইসঙ্গে আফগানিস্তানের বিষয়ে কেন্দ্রীয় সরকার কী নীতি নিচ্ছে তাও জানতে চান তিনি।
এক ট্যুইটে আসাদুদ্দিন ওয়েইসি লেখেন, "আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিনী প্রত্যাহার অনিবার্য ছিল। ২০১৩ সালের প্রথম দিকে আমি সরকারকে পরামর্শ দিয়েছিলাম আমাদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত করতে তালিবানের সঙ্গে কূটনৈতিক চ্যানেল খোলা উচিত। আমরা আফগানিস্তানে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছি। কিন্তু তখন কেউ কর্ণাপাত করেনি। এখন সরকার কী করবে?"
ওয়েইসি আরও লেখেন, "২০১৯ সালে আমি আমার উদ্বেগের পুনরাবৃত্তি করেছিলাম। যখন মস্কোতে পাকিস্তান, আমেরিকা ও তালিবান (Taliban) আলোচনা করছিল তখন প্রধানমন্ত্রী ট্রাম্পকে জড়িয়ে ধরার সংখ্যা গুনছিলেন। আমরা এখনও জানি না সরকারের আফগানিস্তান নীতি কী।"
প্রসঙ্গত তালিবান আফগানিস্তান দখলের পর থেকেই ভারতের ওপরে এর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। একইসঙ্গে সেদেশে ভারতের বিনিয়োগগুলির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্নমহলে। যদিও এই বিষয়ে তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তাঁরা ভারত সহ সমস্ত দেশের সঙ্গে ভাল সম্পর্কের আশা রাখেন। তাঁরা আফগানিস্তানের উন্নয়নের জন্য কাজ করবেন। যদিও আগে সম্পর্ক ভাল ছিল না, তবে এখন সম্পর্ক ভাল রাখারই চেষ্টা করা হবে জানান তিনি।