Advertisement

অসমে ভয়াবহ দুর্ঘটনা! ভাঙল অস্থায়ী সেতু, আহত ৩০ ছাত্র

অসমে অস্থায়ী সেতু ভেঙে দুর্ঘটনা। নদীর উপর থাকা ওই অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে। যার জেরে বেশ কয়েকজন নদীতে তলিয়ে যান। আবার আহত হয়েছে ৩০ জন ছাত্রও। ঘটনা অসমের করিমগঞ্জের রাতাবারি বিধানসভা এলাকার। সেখানে চৈরাগিক এলাকায় নদীর উপর অস্থায়ী সেতু রয়েছে।

অসমে দুর্ঘটনা
Aajtak Bangla
  • অসম ,
  • 05 Oct 2021,
  • अपडेटेड 5:03 PM IST
  • অসমে সেতু ভেঙে দুর্ঘটনা
  • নদীর উপর থাকা ওই অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে
  • যার জেরে বেশ কয়েকজন নদীতে তলিয়ে যান

অসমে সেতু ভেঙে দুর্ঘটনা। নদীর উপর থাকা ওই অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে। যার জেরে বেশ কয়েকজন নদীতে তলিয়ে যান। আবার আহত হয়েছে ৩০ জন ছাত্রও। ঘটনা অসমের করিমগঞ্জের রাতাবারি বিধানসভা এলাকার। সেখানে চৈরাগিক এলাকায় নদীর উপর অস্থায়ী সেতু রয়েছে।

আরও পড়ুন : Nobel prize in physics 2021: পদার্থবিদ্যায় নোবেল পেলেন আমেরিকা, জার্মানি ও ইতালির গবেষক

পুলিশ জানিয়েছে, এই সেতুটি নদীর উপর চলাচলের জন্য অস্থায়ী রূপে বানানো হয়েছে। ছাত্ররা স্কুল থেকে ফিরছিল। কিন্তু, যে কোনওভাবেই হোক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়। আর তার জেরে ছাত্ররা আহত হয়। বেশ কয়েকজন নদীতেও পড়ে যায়। তবে তাদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 

সেতু ভেঙে পড়ার পরের দৃশ্য

জানা গিয়েছে, সিঙ্গলা নদীর উপর রয়েছে এই অস্থায়ী সেতু। বেশ কয়েকবছর ধরে তা রয়েছে। এর উপর দিয়েই স্কুলের ছেলে মেয়ে ও এলাকার বাসিন্দারা যাওয়া আসা করে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের দাবি দীর্ঘদিন ধরে করা হলেও সরকার তাতে কর্ণপাত করেনি। সেই কারণে এই দুর্ঘটনা। 

আরও পড়ুন : 'বিশ্বভারতীর ছেলে-মেয়েরা নেশা করে, রবীন্দ্রনাথ থাকলে সুইসাইড করতেন'

তবে কেন বা কীভাবে এই অস্থায়ী সেতু ভেঙে পড়ল তা পরিষ্কার নয়। স্থানীয়রা জানিয়েছেন, বছর তিনেক আগে এই অস্থায়ী সেতু তৈরি হয়েছিল। তারপর থেকে আর মেরামত করা হয়নি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement