Advertisement

'দাড়িতে রাহুল লাদেন, নীতীশ গজনীর আমির খান', BJP সভাপতির বেনজির আক্রমণ

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত বক্তব্য পেশ করলেন বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী। আরারিয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি রাহুল গান্ধীকে সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন। বলেন, আজকাল রাহুল গান্ধী দাড়ি কামিয়ে ওসামা বিন লাদেন হয়েছেন এবং নরেন্দ্র মোদীর মতো দেশের প্রধানমন্ত্রী হতে চান।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 10 Jun 2023,
  • अपडेटेड 12:21 PM IST
  • কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত বক্তব্য পেশ করলেন বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী।
  • আরারিয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি রাহুল গান্ধীকে সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত বক্তব্য পেশ করলেন বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরী। আরারিয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি রাহুল গান্ধীকে সন্ত্রাসী ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছিলেন। বলেন, আজকাল রাহুল গান্ধী দাড়ি কামিয়ে ওসামা বিন লাদেন হয়েছেন এবং নরেন্দ্র মোদীর মতো দেশের প্রধানমন্ত্রী হতে চান।

এখানেই থেমে থাকেননি বিহার বিজেপি সভাপতি। তিনি রাহুল গান্ধীকে শিশু বলেছেন। একটি সংবাদ সংস্থার মতে, তিনি বলেছেন যে আমরা রাহুল গান্ধীকে ৫০ বছরের শিশু মনে করি। যে ব্যক্তি ৫০ বছর বয়সী এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা নেই, তাঁকে শিশুর চেয়ে বেশি আর কী বলা যায়। এ সময় সম্রাট চৌধুরী লাভ জিহাদের প্রসঙ্গও তোলেন।

সম্রাট চৌধুরী বলেন, বিহারে বিজেপি সরকার গঠিত হলে লাভ জিহাদিদের চিহ্নিত করে জেলে পাঠানো হবে। বিজেপি সরকারে যারা গরু হত্যা করবে তাদেরও জেলে যেতে হবে। বিজেপি সরকার গঠিত হলে প্রত্যেক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বিহার ও ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে। যারা ভারতে থাকেন এবং পাকিস্তানের প্রশংসা করেন তাদেরও রেহাই দেওয়া হবে না। যে ভারতে থাকতে চায় তাকে ভারতের সাথে চলতে হবে।

নীতীশ কুমারকেও কটাক্ষ করে বিহার বিজেপির সভাপতি নীতীশ কুমারের বিরোধী ঐক্যকে কটাক্ষ করেছেন এবং বলেছেন যে বিরোধী দলে কে প্রধানমন্ত্রীর প্রার্থী হবেন তা ঠিক করা হচ্ছে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অবস্থা ভালো নয়। তার অবস্থা গজনি ছবির আমির খানের চরিত্রের মতো হয়েছে। প্রধানমন্ত্রীর তাজের স্বপ্ন তাকে কষ্ট দিয়েছে। তার স্মৃতিভ্রংশ হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement