BF.7 Variant 4 Cases in India: শেষ হয়েও হইল না শেষ! ফের চাগাড় দিয়ে উঠেছে করোনা (Covid-19)। করোনার BF.7 ভেরিয়েন্টের চারটি কেস ইতিমধ্যে ভারতে (India) পাওয়া গেছে। উদ্বেগের বিষয় হল, এই ভেরিয়েন্ট চিনে করোনা বিস্ফোরণের জন্য দায়ী। গুজরাতে (Gujarat) দু'টি কেস সনাক্ত করা গেলেও একটি কেস ওড়িশায় (Odisha) মিলেছে। গুজরাতের ভাদোদরা এবং আহমেদাবাদে BF.7 এর দু'টি নতুন কেস সনাক্ত করা হয়েছে।
ভাদোদরার সাবহানপুরা এলাকায় এক ৬১ বছর বয়সী NRI মহিলা করোনার BF.7 পজিটিভ হয়েছেন। ভাদোদরা মিউনিসিপ্যাল কমিশনার বাঞ্চানিধি পানির মতে, NRI এই মহিলা নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভাদোদরায় এসেছিলেন এবং এক সপ্তাহ পরে, তিনি করোনা পজিটিভ হন। মহিলার নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল, যার ফলাফল নিশ্চিত করে যে তিনি BF.7 ভেরিয়েন্টে আক্রান্ত।
পৌরসভার প্রধান জানিয়েছেন, মহিলার ফাইজার ভ্যাকসিনের তিনটি ডোজ নেয়া ছিল। তাঁকে হোম আইসোলেশনে রাখা হয়। বর্তমানে মহিলার অবস্থা স্বাভাবিক রয়েছে।
কেন্দ্র সরকার রাজ্যগুলিকে করোনর যে কোনও নতুন রূপের ওপর নজরদারি রাখার জন্য নির্দেশ দিয়েছে। চিন এবং বিশ্বের অন্যান্য অংশে COVID-19 কেস বাড়ার কথা উল্লেখ করে জনাকীর্ণ এলাকায় মাস্ক পরার জন্য অনুরোধ করে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বুধবার ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মাস্ক বাধ্যতামূলক করার দিকেই এগোতে বলা হচ্ছে। যা কয়েক মাস আগে থেকেই আর বাধ্যতামূলক ছিল না।
চিন কঠোর বিধিনিষেধের অবসানের পরে সংক্রমণের বৃদ্ধি দেখেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বলছে, সাম্প্রতিক দিনগুলিতে জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে সংক্রমণ বেড়েছে। ভারত সরকার সমস্ত রাজ্যকে নিশ্চিত করতে বলেছে, ইতিবাচক মামলার নমুনাগুলি দেশের ৫৪টি মনোনীত জিনোম সিকোয়েন্সিং পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
গুজরাতের স্বাস্থ্য বিভাগ কোভিড পরীক্ষার জন্য প্রতিদিন ৭ হাজার থেকে ৮ হাজার নমুনা সংগ্রহ করছে। বর্তমানে, রাজ্যে ২০টি সক্রিয় করোনা কেস রয়েছে। তবে তাদের কাউকেই হাসপাতালে যেতে হয়নি।