Advertisement

শিশুদের জন্যও তৈরি হচ্ছে কোভিড টিকা, ঘোষণা ভারত বায়োটেকের

করোনা হানা থেকে শিশুদের রক্ষা করতে ২ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য এবার করোনা ভ্যাকসিন আনতে চলেছে এই সংস্থা। ভারত বায়োটেক প্রধান কৃষ্ণ এল্লা জানান আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে।

জরুরিভিত্তিক অনুমোদন পেতেই শিশুদের ভ্যাকসিনের এই ঘোষণা করেন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jan 2021,
  • अपडेटेड 9:24 AM IST
  • ২ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য এবার করোনা ভ্যাকসিন
  • আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে
  • ভ্যাকসিনটি ১৬ বছর বয়স এবং এর বেশি বয়সীদের দেওয়া যাবে

দেশিয় পদ্ধতিতে তৈরি ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র মিলতেই আরও এক ধাপ এগোল সংস্থাটি। করোনা হানা থেকে শিশুদের রক্ষা করতে ২ থেকে ১২ বছর বাচ্চাদের জন্য এবার করোনা ভ্যাকসিন আনতে চলেছে এই সংস্থা। ভারত বায়োটেক প্রধান কৃষ্ণ এল্লা জানান আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে। 

যে ভ্যাকসিনটি বাজারে আসতে চলেছে, তা ১৬ বছর বয়স এবং এর বেশি বয়সীদের দেওয়া যাবে। এর চেয়ে কম বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে না৷ হায়দরাবাদ ভিত্তিক এই সংস্থা ভারত সরকারের কাছ থেকে জরুরিভিত্তিক অনুমোদন পেতেই শিশুদের ভ্যাকসিনের এই ঘোষণা করেন। 

বিজনেসটুডে -এর সঙ্গে কথা বলতে গিয়ে ভারত বায়োটেকের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর  কৃষ্ণ এল্লা বলেন, "শিশুদের জন্য যে কোভিড ভ্যাকসিনটি আনা হবে তার জন্য তিন চার মাস ট্রায়াল হবে৷ এরপর কার্যকরী হলে নিয়ন্ত্রক সংস্থা অনুমতি দিকে ক্লিনিকাল ট্রায়াল শুরু করা যেতে পারে।" তিনি এও জানান যে ভারত বায়োটেক খুব শীঘ্রই এই গোটা বিষয়টি নিয়ে সাবজেক্ট এক্সপার্ট কমিটির কাছে আবেদন জানাবে। 

ডা: এল্লার কথায়, "আমরা এই ভ্যাকসিনের কার্যকারীতার তৃতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করতে চলেছি খুব তাড়াতাড়িই। এরপর সব নিয়ম মেনেই ২ থেকে ১২ বছর বয়সীদের জন্য ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগোব৷" এমআরএনএ (mRNA) ভিত্তিক অ্যাক্টিভেট নয় এমন ভ্যাকসিন ব্যবহার করা হবে বাচ্চাদের জন্য৷ 

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি (NIV)- এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ভ্যাকসিন আনতে চলেছে ভারত বায়োটেক। গত বছর সেপ্টেম্বরে প্রথম এক শিশুর দেহে এই ভ্যাকসিনের একটি পরীক্ষা হয়।

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement