মহিলাকে কামড়াল সাপ, আর তারপর সেই মহিলা ও সাপটিকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরার আমনৌর থানা এলাকায়। প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।
ওই মহিলা জানাচ্ছেন, তিনি আলুর খেতে কাজ করতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে ঝটকা মেরে সাপটিকে সরিয়ে দেন তিনি। ইতিমধ্যেই খবর পৌঁছায় পরিবারের সদস্যদের কাছে। তাঁরা তড়িঘড়ি আলু খেতে পৌঁছে সাপটিকে বস্তায় বন্দি করে ফেলেন। এরপর মহিলাকে নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে যান তাঁরা। একইসঙ্গে যাতে চিকিৎসকেরা ঠিক মতো চিকিৎসা করতে পারেন, সেই জন্য বস্তাবন্দি ওই সাপটিকেও হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এরপর হাসপাতালের ক্যাম্পাসে ঘোরানো হয় সাপটিকে।
এই প্রসঙ্গে, "সর্প দংশনে আক্রান্ত ওই মহিলা জানাচ্ছেন, খেতে আলু তুলতে গিয়েছিলাম। সেই সময়ই সাপটি কামড়ায়। এরপর সাপটিকে পাশে সরিয়ে দিই। পরিবারের সদস্যরা জানতে পেরে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন"।
অন্যদিকে এই বিষয়ে ওই মহিলার পরিবারের সদস্যরা জানাচ্ছেন, চিকিৎসার পর আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁরা সাপটিকে মারেননি কারণ, ঝাড়ফুঁকের সময় যে সাপটি কামড়েছে, সেটির জীবিত থাকা প্রয়োজন হয়। মহিলাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে।
আরও পড়ুন - এই ৩ সুপার ফুড কম্বিনেশনেই কমবে ওজন, বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও