Advertisement

মহিলার সঙ্গে পুরুষের বন্ধুত্ব মানেই যৌন সম্পর্কের অনুমতি নয় : বম্বে হাইকোর্ট

জানা দিয়েছে, এক মহিলার সঙ্গে বন্ধুত্ব করে অভিযুক্ত। এরপর বিয়ের অজুহাতে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করে। যার জেরে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে আশিস চকোর নামে অভিযুক্ত ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি ডাংরে। মহিলার অভিযোগ, চকোরের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। চাকোর তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক তৈরি করতে বলে। সে রাজি না হলে চাকোর তাঁকে জোর করে। কিন্তু পরে তিনি অন্তঃসত্ত্বা হলে বিয়ে করতে অস্বীকার করে চাকোর।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • মুম্বই,
  • 28 Jun 2022,
  • अपडेटेड 10:55 AM IST
  • মহিলা-পুরুষের বন্ধুত্ব নিয়ে বড় সিদ্ধান্ত
  • 'বন্ধুত্ব মানেই যৌন সম্পর্কের অনুমতি নয়'
  • জানালো বম্বে হাইকোর্ট

ছেলে ও মেয়ের মধ্যে বন্ধুত্বে যৌন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত বলেছে, কোনও মেয়ের কোনও ছেলের সঙ্গে বন্ধুত্ব থাকলে সেটাই যৌন সম্পর্কের সম্মতি নয়। মেয়েটিকে জোর করা অপরাধ। ২৪ জুন দেওয়া এক নির্দেশে বিচারপতি ভারতী ডাংরের নেতৃত্বাধীন সিঙ্গল কথা বলেছে।

জানা দিয়েছে, এক মহিলার সঙ্গে বন্ধুত্ব করে অভিযুক্ত। এরপর বিয়ের অজুহাতে তাঁর সঙ্গে যৌন সম্পর্ক করে। যার জেরে ওই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগে আশিস চকোর নামে অভিযুক্ত ব্যক্তির আগাম জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি ডাংরে। মহিলার অভিযোগ, চকোরের সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। চাকোর তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক তৈরি করতে বলে। সে রাজি না হলে চাকোর তাঁকে জোর করে। কিন্তু পরে তিনি অন্তঃসত্ত্বা হলে বিয়ে করতে অস্বীকার করে চাকোর।

তবে চকোরের তরফে আদালতে জানানো হয়েছে, ওই মহিলার সম্মতিতেই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছে। এই বিষয়ে বিচারপতি ডাংরে বলেন, একটি মেয়ের সঙ্গে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনও ছেলেকে তাঁকে হালকাভাবে নিতে এবং তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কের সম্মতি হিসাবে বিবেচনা করার অনুমতি দেয় না। বেঞ্চ আরও বলেছে যে, চকোরের বিরুদ্ধে অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে এবং যৌন সম্পর্ক তৈরির জন্য সম্মতি দিতে মেয়েটিকে বাধ্য করা হয়েছিল কিনা তাও তদন্ত করে দেখতে হবে পুলিশকে।

চাকোরের আগাম জামিনের আবেদন বিচারপতি খারিজ করে দিয়েছেন বিচারপতি ডাংরে। তিনি বলেন, কোনও পুরুষকে কোনও মহিলার সাথে বন্ধুত্ব হলে তাঁকে বাধ্য করা লাইসেন্স দেয় না। হাইকোর্ট আরও বলেছে, পারস্পরিক প্রেমের ভিত্তিতে বন্ধুত্ব হলেও প্রত্যেক নারীই সম্পর্কের মধ্যে 'সম্মান' আশা করেন। 

আরও পড়ুন২২০ থেকে ৭৫ কেজি আদনান সামি, এই ৬ খাবারেই...

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement