ক্রিকেট খেলছিল ১৭ বছরের এক নাবালক। খেলার পর সঙ্গে সঙ্গে জল খায় সে। আর তাতেই বড় বিপদ ঘটে গেল। মৃত্যুর কোলে ঢলে পড়ল ওই নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলমোরা জেলায়। শনিবার এই ঘটনা ঘটেছে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত নাবালকের নাম প্রিন্স সাইনি। সে দশম শ্রেণির ছাত্র। হাসানপুরের বাসিন্দা ওই ছাত্র বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল সে। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল খায় ওই নাবালক। তার পরেই অচৈতন্য হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে নাবালকের বন্ধুরা তার বাবা-মাকে খবর দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় নাবালককে। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
কী কারণে হঠাৎ মৃত্য়ু হল ওই নাবালকের তা স্পষ্ট নয়। তবে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই ওই নাবালকের মৃত্যু হয়েছে।
করোনা পরবর্তী সময়ে দেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বক্তৃতা করার সময় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে আইআইটি কানপুরের এক অধ্যাপকের। গত জুন মাসে গুজরাতের জামনগরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় চিকিৎসক গৌরব গান্ধীর। জিমে শরীরচর্চা করার সময় গত জুলাই মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য়ু হয় উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক যুবকের। গত জুন মাসে তেলঙ্গানায় ব্যাডমিন্টন খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। এছাড়াও একাধিক ঘটনা ঘটেছে। যা উদ্বেগ বাড়িয়েছে।