Advertisement

জম্মুতে ফের ড্রোন! BSF গুলি চালাতেই গেল পাকিস্তানের দিকে

বিএসএফ-এর (BSF) বয়ান অনুযায়ী, রাতে জওয়ানরা আরনিয়া সেক্টর থেকে মাত্র ২০০ মিটার দূরে টিমটিম করে জ্বলতে থাকা একটি লাল আলো দেখতে পান। সঙ্গে সঙ্গে জওয়ানরা লাল আলোটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তারপরেই সেটি ফিরে যায়। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি শুরু হয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • জম্মুকাশ্মীর,
  • 14 Jul 2021,
  • अपडेटेड 10:27 AM IST
  • জম্মুতে আবারও দেখা গেল ড্রোন
  • গুলি চালাল বিএসএফ
  • ফায়ারিং-এর পর ড্রোনের অভিমুখ পাকিস্তানের দিকে

জম্মুকাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ফের একবার দেখা গেল ড্রোন। আরনিয়া সেক্টরে (Jammu Arnia Sector) ড্রোনটি দেখতে পায় বর্ডার সিকিউরিটি ফোর্স। ড্রোনটিকে দেখা মাত্র গুলি চালাতে শুরু করে বিএসএফ। যার জেরে সেটিকে পাকিস্তানের দিকে যেতে দেখা যায়। 

জানা যাচ্ছে, প্রায় মাঝে রাতে ঘটনাটি ঘটেছে। বিএসএফ-এর সতর্ক জওয়ানরা সেটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এরপরেই ড্রোনের নিয়ন্ত্রকেরা সেটিকে পাকিস্তানের দিকে চালিত করে। ঘটনার পর থেকেই সীমান্তে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। 

বিএসএফ-এর (BSF) বয়ান অনুযায়ী, রাতে জওয়ানরা আরনিয়া সেক্টর থেকে মাত্র ২০০ মিটার দূরে টিমটিম করে জ্বলতে থাকা একটি লাল আলো দেখতে পান। সঙ্গে সঙ্গে জওয়ানরা লাল আলোটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তারপরেই সেটি ফিরে যায়। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি শুরু হয়েছে। 

এর আগেও জম্মুতের আন্তর্জাতিক সীমান্তে আরনিয়া সেক্টরের কাছে ড্রোন (Drone) দেখা গিয়েছিল। গত ২ জুলায় ভোর ৫টা ২০ মিনিটে দেখা গিয়েছিল ড্রোনটি। সঙ্গে সঙ্গে গুলি চালায় বিএসএফ। গুলি বর্ষণ শুরু হতেই উধাও হয়ে যায় ড্রোনটি। প্রসঙ্গত, জম্মুতে ড্রোন দেখতে পাওয়ার ঘটনা ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। যার জেরে আরও সতর্ক হয়ে গিয়েছে নিরাপত্তা সংস্থাগুলি। 

২ জুলাই ভোর ৫টা ২০ নাগাদ জম্মুর আরনিয়া সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় একটি ড্রোন দেখা যায়। তবে ড্রোনটি সীমান্ত পারাপার করেনি। যদিও বিএসএফ-এর জওয়ানরা কোনও ঝুঁকি না নিয়েই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালান। তারপরেই সেটি ফিরে যায়।   

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement