বিরোধী জোট INDIA-কে তীব্র আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী পাল্টা নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বললেন, 'আপনি যা খুশি বলুন। আমরা INDIA।'
আজ অর্থাত্ মঙ্গলবার বিরোধীদের জোট INDIA-কে টার্গেট করেন প্রধানমন্ত্রী। তিনি কটাক্ষ করে বলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিনেও INDIA রয়েছে। এরপরেই রাহুল গান্ধী ট্যুইটারে লেখেন, 'আপনি আমাদের যা খুশি বলতে পারেন। আমরা ভারত। আমরা মণিপুরকে শান্ত করতে ও প্রতিটি মহিলা ও শিশুর চোখের জল মুছতে সাহায্য করব। আমরা রাজ্যের প্রতিটি মানুষের শান্তি ও ভালোবাসা ফিরিয়ে আনবো। আমরা মণিপুরে ভারতের ভাবধারার পুনর্নির্মাণ করব।'
বিরোধীজোটকে ঠিক কী বলেছেন মোদী?
বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধীরা হতাশ। বিরোধীদের গতিবিধি দেখে মনে হচ্ছে, আরও অনেক দিন ক্ষমতায় ফিরবে না। ইন্ডিয়া নাম নিলেই হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইন্ডিয়ান মুজাহিদিনের নামেও ইন্ডিয়া রয়েছে।'
আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে একসঙ্গে হাত মিলিয়েছে ২৬টি বিরোধী দল। এই জোটের সম্মিলিত নাম রাখা হয়েছে INDIA (Indian National Developmental Inclusive Alliance)। সংসদে বাদল অধিবেশনে মণিপুর ইস্যুতে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন INDIA-র সাংসদরা। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে অনেকটাই ব্যাকফুটে বিজেপি শিবির। এই পরিস্থিতিতে বিরোধী জোটকে নজিরবিহীন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।
আক্রমণ শানালেন খাড়গেও
রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, 'আমরা মণিপুরের কথা বলছি, আর প্রধানমন্ত্রী বলছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা।'
মোদীর তুলনামূলক মন্তব্যের প্রতিবাদে মুখর তৃণমূলও
মোদীর তুলনামূলক মন্তব্যের প্রতিবাদে মুখর তৃণমূলও। দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনে বার্তা ভিডিও তৃণমূলের অফিসিয়ান টুইটারে পোস্ট করা হয়েছে। সেখানে ডেকের বলছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক জোটের তুলনা করে মণিপুর সংকট থেকে জনগণের মনকে ঘুরিয়ে দেওয়ার মরিয়া পদক্ষেপ করেছেন। সংসদের বাইরে কথা না বলে আমরা তাঁকে মণিপুর ইস্যু নিয়ে সংসদ কক্ষে আলোচনা করার চ্যালেঞ্জ জানাই। রাজনীতির চেয়ে মানুষকে প্রাধান্য দিন।'
তৃণমূলের আরেক নেতা তথা সাংসদ সাকেত গোখলের কথায়, 'জঙ্গিগোষ্ঠীর সঙ্গে বিরোধীজোটের তুলনা করা মানে আপনি গণতন্ত্রকে নীচু করছেন।'