Advertisement

COVID Vaccine Booster Dose: ন্যাজাল ভ্যাকসিন বুস্টার ডোজে ছাড়পত্র কেন্দ্রের, মিলবে CoWIN অ্যাপে

COVID Vaccine Booster Dose: স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্র। প্রথমে এই ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। আজ অর্থাত্‍ শুক্রবার থেকেই কেন্দ্রের কোভিড টিকাকরণ প্রকল্পে এই ভ্যাকসিন যোগ করা হল।

ছবিটি প্রতীকীছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Dec 2022,
  • अपडेटेड 1:09 PM IST
  • ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র কেন্দ্রের
  • ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের দেওয়া হবে এই বুস্টার ডোজ
  • মাস্ক পরার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী

COVID-এর চোখরাঙানি বাড়তেই ফের দ্রুত ভ্যাকসিন দেওয়ার তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র। যার নির্যাস, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনে (নাক দিয়ে যে টিকা নেওয়া যাবে) ছাড়পত্র দিয়ে দিল সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া জানালেন, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন মিলবে CoWIN অ্যাপে। 

ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র কেন্দ্রের

স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্র। প্রথমে এই ভ্যাকসিন বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। আজ অর্থাত্‍ শুক্রবার থেকেই কেন্দ্রের কোভিড টিকাকরণ প্রকল্পে এই ভ্যাকসিন যোগ করা হল।

আরও পড়ুন

ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন শীঘ্রই দেশজুড়ে বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে বলে জানা গিয়েছিল। COVAXIN-এর প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক বুস্টার ডোজ হিসেবে এই ভ্যাকসিন চালু করছে।

১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের দেওয়া হবে এই বুস্টার ডোজ

এই ভ্যাকসিনে ইঞ্জেকশন প্রয়োজন নেই। ভারতের প্রথম বুস্টার ডোজ হতে চলেছে এটি। ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের এই ভ্যাকসিন দেওয়া হবে। দাম খুব শীঘ্রই জানানো হবে। প্রথমে বেসরকারি হাসপাতালে হলেও, পরবর্তী ক্ষেত্রে সরকারি হাসপাতালেও মিলবে এই টিকা।

বর্তমানে COVAXIN, Covishield ও Sputnik V ও Corbevax রয়েছে CoWIN পোর্টালে। 

মাস্ক পরার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী

গত কয়েক মাস ধরেই দেশের কোভিড পরিস্থিতির উন্নতি হয়েছে। সংক্রমণ তলানিতে ঠেকেছে। তবে সম্প্রতি চিনে করোনার নয়া উপরূপের কারণে যে ভাবে সংক্রমণ বাড়ছে, তা চিন্তা বাড়িয়েছে। গত জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর মাসে গুজরাত ও ওড়িশায় ২ জন করে মোট ৪ জনের শরীরে থাবা বসিয়েছিল এই উপরূপ। তবে ৪ জনেই সুস্থ রয়েছেন।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে দেশবাসীকে মাস্ক পরার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। জিনোম সিকোয়েন্সিংয়ে যাতে জোর দেওয়া হয়, রাজ্যগুলিকে সেই বার্তাও মোদী দিয়েছেন। ক’দিন বাদেই রয়েছে বড়দিন। তার পরই রয়েছে বর্ষশেষের উদ্‌‌যাপন। উৎসবের মরসুমে যাতে সংক্রমণ না বাড়ে সে কারণে দূরত্ববিধি মেনে চলা, মাস্ক এবং নিয়মিত স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শও দিয়েছে কেন্দ্র।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement