Advertisement

One Nation One Election: 'এক দেশ, এক নির্বাচন' হবেই? বড় পদক্ষেপ করল মোদী সরকার

কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে। সূত্রের খবর, বিশেষ অধিবেশন চলাকালীন 'এক দেশ এক নির্বাচন' বিল পেশ করতে পারে।

'এক দেশ, এক নির্বাচন' হবেই? বড় পদক্ষেপ করল মোদী সরকার
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 01 Sep 2023,
  • अपडेटेड 10:26 AM IST
  • প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে শুক্রবার একটি কমিটি গঠন করেছে কেন্দ্র
  • সেই কমিটি 'এক দেশ এক নির্বাচন'-র সম্ভাবনা খতিয়ে দেখবে

'এক দেশ এক নির্বাচন' (One Nation One Election) নিয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Former President Ram Nath Kovind) নেতৃত্বে শুক্রবার একটি কমিটি গঠন করেছে কেন্দ্র। সেই কমিটি 'এক দেশ এক নির্বাচন'-র সম্ভাবনা খতিয়ে দেখবে। কমিটির বাকি সদস্য কারা হবেন, তা পরে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

কেন্দ্রীয় সরকার ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে। সূত্রের খবর, বিশেষ অধিবেশন চলাকালীন 'এক দেশ এক নির্বাচন' বিল পেশ করতে পারে। অর্থাৎ সারা দেশে একযোগে বিধানসভা ও লোকসভা নির্বাচন হবে। এর মানে হল যে সারা ভারত জুড়ে লোকসভা এবং সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে, ভোটিং সম্ভবত একই সময়ে অনুষ্ঠিত হবে।

মোদী সরকারের ৯ বছরের শাসনে এই প্রথম সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন মধ্যরাতে জিএসটি রোল-আউট উপলক্ষে লোকসভা এবং রাজ্যসভার একটি বিশেষ যৌথ অধিবেশন হয়েছিল। এবার এটি পাঁচদিনের একটি পূর্ণাঙ্গ অধিবেশন হবে, যেখানে উভয় কক্ষ আলাদাভাবে চলবে যেমনটি সাধারণত অধিবেশনে হয়।

বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি অনুষ্ঠানে 'এক দেশ এক নির্বাচন'-র পক্ষে সওয়াল করেছেন। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির ইশতেহারের ছিল এই বিষয়টি। ১৯৬৭ সাল পর্যন্ত ভারতে একযোগে নির্বাচন পরিচালনার নিয়ম ছিল এবং এইভাবে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ১৯৬৮-৬৯ সালে কয়েকটি রাজ্যে বিধানসভা সময়ের আগেই ভেঙে যায়। তারপরই এই নিয়ম বন্ধ হয়ে যায়। ১৯৭১ সালেও মেয়াদের এক বছর আগে লোকসভাও প্রথমবারের মতো ভেঙে দেওয়া হয়েছিল এবং মধ্যবর্তী নির্বাচন হয়েছিল।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement