দুর্গাপুজোয় শহরতলি, জেলাগুলি থেকে হাওড়া, শিয়ালদহে ট্রেনে করে আসেন অনেকে। কলকাতায় ঠাকুর দেখতে আসার জন্য এটাই আমজনতার পছন্দের রুট। চতুর্থী থেকেই ভিড় বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। ১৮ অক্টোবর শিয়ালদহ ডিভিশনে রেকর্ড, ১৯ লক্ষ ৭৬ হাজার যাত্রী যাতায়াত করেছেন। এর ফলে, মাত্র একদিনে শিয়ালদহ ডিভিশনে ১ কোটি ৮০ লক্ষ ৬৪ হাজার টাকার উপার্জন হয়েছে।
গত বছরের তুলনায় এটি অনেক বেশি। গত বছর শিয়ালদহে চতুর্থীর দিন যাত্রী সংখ্যা ১৬ লক্ষ ৯১ হাজার ছিল। আয় হয়েছিল দেড় কোটি টাকার কিছুটা বেশি।
পূর্ব রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের মরসুমে নির্বিঘ্নে ট্রেন চলাচলের জন্য পূর্ব রেল সবরকম ব্যবস্থা করেছে।
পূর্ব রেল শিয়ালদহ ডিভিশনে পঞ্চমী, ষষ্ঠী,সপ্তমী, অষ্টমী,নবমী এবং দশমীতে বিভিন্ন রুটে মোট ১৮টি স্পেশাল ট্রেন চালাচ্ছে। অল স্টপেজ থাকবে এই ট্রেনগুলিতে। ফলে কলকাতায় ঠাকুর দেখতে এসে বাড়ি ফেরা নিয়ে চিন্তা করতে হবে না।
পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও ষষ্ঠী থেকে ৪ জোড়া অতিরিক্ত পুজো স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।
আসানসোল থেকেও ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত পুজোয় ঠাকুর দেখতে আসা, ছুটিতে বাড়ি ফেরা যাত্রীদের জন্য ২ জোড়া মেমু পুজো স্পেশাল ট্রেন চালানো হবে৷
তবে পুজোয় প্যান্ডেলে লাইন দেওয়ার আগে, স্টেশনের টিকিট কাউন্টারেই লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে। এমন পরিস্থিতি এড়াতে যাত্রীদের ফোনে UTS অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করার পরামর্শ দিয়েছে পূর্ব রেল। যে কোনও অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই Google Play Store-এ গিয়ে UTS লিখে সার্চ করলেই এই অ্যাপ পেয়ে যাবেন।
এর পাশাপাশি, পূর্ব রেল জানিয়েছে, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী তারকেশ্বর–শেওড়াফুলি EMU স্পেশালের সময় বদলানো হয়েছে। তারকেশ্বর–শেওড়াফুলি EMU স্পেশাল তারকেশ্বর লোকাল রাত ১১.১৫ নাগাদ ছাড়বে। এমনিতে সেটি রাত ১১:০০ নাগাদ ছাড়ে।
এক নজরে দেখে নিন পুজো স্পেশাল ট্রেনের সময়:
* এক জোড়া হাওড়া-বর্ধমান EMU স্পেশাল ভায়া ব্যান্ডেল (হাওড়া ছাড়বে ০০:৪৫ টায়। ২১:৪০ টায় বর্ধমান ছাড়বে।)
* ডানকুনি হয়ে হাওড়া-বর্ধমান EMU স্পেশাল এক জোড়া (হাওড়া থেকে ০১:১৫ টায় ছাড়বে এবং ২২:৩০ টায় বর্ধমান ছাড়বে।)
* হাওড়া-ব্যান্ডেল EMU স্পেশালগুলির এক জোড়া (হাওড়া থেকে ০১:০০ টায় ছাড়বে এবং ব্যান্ডেল ২৩:৩০ টায় ছাড়বে।)
* এক জোড়া শেওড়াফুলি-তারকেশ্বর EMU স্পেশাল (শেওরাফুলি ছাড়বে ০০:২৫ টায়। এবং তারকেশ্বর ২৩:০০ টায় ছাড়বে।)
এছাড়াও, ০৩০৫১ হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) মেমু লোকাল (হাওড়া থেকে ০১:৫০ টায় ছাড়বে) হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার পথে ২২, ২৩ এবং ২৪ অক্টোবর সমস্ত স্টেশনে থামবে।
৩৭২২০ ব্যান্ডেল –হাওড়া লোকাল (০৫:৪০ টায় ব্যান্ডেল ছাড়বে) উপরে উল্লিখিত ছয় দিনই নিজস্ব রুট এবং সময় অনুযায়ী চলবে।