Advertisement

কোভিড সেন্টারের শৌচাগার সাফাই করছে শিশু! ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি শিশু শৌচাগার সাফাই করছে, আর একজন তাকে মারাঠি ভাষায় নির্দেশ দিচ্ছেন। গত ৩ দিন ধরে ভাইরাল হওয়া এই ভিডিওটি বুলধানার মরোর গ্রামের জেলা পরিষদ স্কুলে তৈরি হওয়া আইসোলেশান সেন্টারের বলে জানা যাচ্ছে। 

শিশুর শৌচাগার সাফাইয়ের ভিডিও ভাইরাল
Aajtak Bangla
  • মহারাষ্ট্র,
  • 03 Jun 2021,
  • अपडेटेड 10:06 AM IST
  • শৌচাগার সাফ করছে শিশু
  • মহারাষ্ট্রে আইসোলেশান সেন্টারের ভিডিও ভাইরাল
  • সাময়িক বরখাস্ত ভিডিওতে থাকা ব্যক্তি

কোভিড কেয়ার সেন্টারের (Covid Care Centre) শৌচাগার সাফাই করছে ৮ বছরের শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি মহারাষ্ট্রের (Maharashtra) বুলধানার। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরেই শিশুটিকে দিয়ে এই কাজ যিনি করিয়েছেন, গ্রাম পঞ্চায়েত সমিতির  সেই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটি শিশু শৌচাগার সাফাই করছে, আর একজন তাকে মারাঠি ভাষায় নির্দেশ দিচ্ছেন। গত ৩ দিন ধরে ভাইরাল হওয়া এই ভিডিওটি বুলধানার মরোর গ্রামের জেলা পরিষদ স্কুলে তৈরি হওয়া আইসোলেশান সেন্টারের বলে জানা যাচ্ছে। 

বর্তমানে ওই আইসোলেশান সেন্টারে (Isolation Centre) করোনা রোগীরা ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, ওই জায়গায় পরিদর্শনে আসার কথা ছিল জেলা আধিকারিকের। কিন্তু শৌচাগার সাফাইয়ের জন্য কেউ রাজি হচ্ছিলেন না। সেই সময় পঞ্চায়েত সমিতির ওই সদস্য একটি শিশুকে ধমকিয়ে শৌচাগার পরিস্কার করান। শিশুটিকে মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

এই প্রসঙ্গে ওই শিশুটি জানাচ্ছে, তাকে কাঠ দিয়ে মারধরের ভয় দেখানো হয়েছিল। শৌচাগার সাফ করার পর তাকে ৫০ টাকা দেওয়া হয়েছিল বলেও জানায় ওই শিশুটি। বিষয়টি জানাজানি হতেই ভিডিওতে যে ব্যক্তিকে নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে বিজেপি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement