Advertisement

NITI Aayog Mamata: নীতি আয়োগের বৈঠক বয়কট মমতার, বললেন, 'আমাকে অপমান করা হয়েছে'

নীতি আয়োগের বৈঠকের মাঝপথেই বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসেই তিনি অভিযোগ করেন, '৫ মিনিট বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।

নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Jul 2024,
  • अपडेटेड 12:35 PM IST
  • নীতি আয়োগের বৈঠকের মাঝপথেই বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • অভিযোগ করেন, '৫ মিনিট বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।

নীতি আয়োগের বৈঠকের মাঝপথেই বয়কট করে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে এসেই তিনি অভিযোগ করেন, '৫ মিনিট বলার সঙ্গে সঙ্গেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।'

মুখ্যমন্ত্রী এদিন বেরিয়েই সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে তিনি নীতি আয়োগের বৈঠক নিয়ে ক্ষোভ উগরে দেন। মমতা অভিযোগ করেন, 'চন্দ্রবাবু নাইডু, অসম, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী, সবাইকে বলতে সুযোগ দেওয়া হল। আমাকে ৫ মিনিট বলার পরেই থামিয়ে দেওয়া হল।'

তিনি দাবি করেন, বিরোধী দলগুলির পক্ষ থেকে একমাত্র তিনিই নীতি আয়োগের এই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে 'রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট' নিয়ে প্রশ্ন তুলতে চেয়েছিলেন তিনি। মমতা প্রশ্ন করেন, 'বিরোধী দলগুলির প্রতি বৈষম্য করা হল কেন?'

মুখ্যমন্ত্রী সমালোচনা করে বলেন, 'প্ল্যানিং কমিশনের আর্থিক ক্ষমতা ছিল। নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই।' তিনি বলেন, হয় নীতি আয়োগকে আর্থিক সিদ্ধান্তের ক্ষমতা দেওয়া হোক, নয় তো আগের মতো প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক। 

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, '৩ বছর ধরে পিএম আওয়াস, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তার টাকা এমনকি খাদ্য ভর্তুকির টাকা বকেয়া। এগুলি বলার পরেই, ৫ মিনিটেই আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার আগে যাঁরা ছিলেন ৫ জন, তাঁরা ২০-১৫ মিনিট করে বললেন। আমার সময় ৫ মিনিটে বন্ধ করে দেওয়া হল। এটা অপমানজনক(দিস ইজ ইনসাল্টিং)।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement