সীতারাম ইয়েচুরি প্রয়াত হওয়ার পর থেকে সিপিআইএমের সাধারণ সম্পাদকের পদটি ফাঁকা রয়েছে। তবে এখনই এই পদে নতুন কাউকে বসানো হচ্ছে না। বরং প্রবীণ নেতা প্রকাশ কারাতকে আবারও গুরু দায়িত্ব দিল সিপিএম। রবিবার সিপিএমের তরফে কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর অন্তর্বর্তীকালীন কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রকাশ কারাতকে। আগামী বছরের এপ্রিলে বসবে সিপিআইএম-র ২৪তম পার্টি কংগ্রেস। ততদিন পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে পার্টির পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক হবেন কারাত।
সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গত ১২ সেপ্টেম্বর প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সিপিআইএম-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'ভারতীয় কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটি নয়াদিল্লিতে অধিবেশনে সিদ্ধান্ত নিয়েছে যে কমরেড প্রকাশ কারাত পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী হবেন ২৪ তম পার্টি কংগ্রেস পর্যন্ত। আগামী বছরের এপ্রিলে মাদুরাইতে বসবে এই পার্টি কংগ্রেস।' বিবৃতিতে আরও বলা হয়েছে, 'সিপিআই(এম) এর বর্তমান সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির দুঃখজনক এবং আকস্মিক মৃত্যুর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারাত, সিপিআই(এম) এর অন্যতম প্রবীণ নেতা। তিনি ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৮৫ সালে কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন এবং ১৯৯২ সালে পলিট ব্যুরো সদস্য হন।'
এই প্রথমবার সিপিএমের কোনও সাধারণ সম্পাদক পদে থাকাকালীন প্রয়াত হয়েছেন। এদিকে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগের ব্যবস্থা দলীয় সংবিধানে নেই। তাই পরিস্থিতি বিচার করে সাময়িক ব্যবস্থা হিসেবে পার্টি কংগ্রেস পর্যন্ত প্রকাশ কারাত সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।