সংসদের চলতি বাজেট অধিবেশনের সপ্তম দিনে আজ প্রধানমন্ত্রী লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিচ্ছেন। আর এদিকে অধীর রঞ্জন চৌধুরী সংসদে বললেন, রাহুল গান্ধী আপনাকে পাপ্পু বানিয়েছেন। প্রসঙ্গত সংসদের বাজেট অধিবেশন শুরু হওয়ার পর থেকেই মূলত আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্ব নিয়ে উত্তেজনা চলছে । এর মাঝেই রাহুলের হয়ে ব্যাট ধরলেন অধীর।
মঙ্গলবার আদানির সঙ্গে মোদীর সম্পর্ক নিয়ে অভিযোগের আঙুল তোলেন রাহুল গান্ধী। এরপরেই রাহুল গান্ধীর উপর লাগাতার আক্রমণ চলছে বিজেপি শিবিরের। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাহুল গান্ধী সবাইকে পাপ্পু বানিয়েছেন। সঙ্গে যোগ করেম , প্রধানমন্ত্রীর ভাষণের আগে ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর বিরুদ্ধে সব ব্রিগেডিয়ারকে মাঠে নামিয়েছে।
চিনের প্রসঙ্গ উত্থাপন
লোকসভায় চিনের প্রসঙ্গ উত্থাপন করে যু সংসদে আলোচনার কথা উল্লেখ করেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, জমি হারানোর পর আপনি যখন এসেছিলেন তখন আলোচনা হয়েছিল।
রাহুলকে ঘিরে ষড়যন্ত্র অধিযোগ অধীরের
কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাহুলের ভাষণ নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে। রাহুলের ভাষণ শুনেছে গোটা দেশ। অধীর বলেন, রাহুলের তিরটি সঠিক লক্ষ্যে আঘাত করেছিল। অধীর রঞ্জন বললেন, আপনি চিনকে ভয় পান। আপনি চিনা দখল নিয়ে আলোচনা করেন না কেন? লাদাখে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। ভারতীয় সেনাবাহিনীকে টহল দেওয়া থেকে বিরত রেখেছে চিন। অধীর রঞ্জন আরও বলেন, এর আগে আমরা রাষ্ট্রপতির জাত বা ধর্মের কথা শুনিনি কিন্তু প্রথমবারের মতো গোটা দেশে বলা হচ্ছে যে বিজেপি একজন আদিবাসী রাষ্ট্রপতি করেছে। এটাকে রাজনৈতিক ইস্যু করা হয়েছে... আপনি রাহুল গান্ধীকে 'পাপ্পু' বানানোর চেষ্টা করেছেন কিন্তু তিনি আপনাকে পাপ্পু বানিয়েছেন।
অধীর রঞ্জনকে জবাব দিলেন অমিত শাহ
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন যে অধীর রঞ্জনতৌধুরী চিন নিয়ে লাগামহীন বক্তব্য দিচ্ছেন। যদি আপনার কাছে এই অভিযোগের সূত্র থাকে, তাহলে আপনি কী বলতে চান তা বলুন। শাহ বলেন, আপনি হাজার হাজার একর জমি হারানোর পর এসেছিলেন, সেই নিয়ে কী আলোচনা করেছিলেন?