মুম্বইতে বিপক্ষ দলের I.N.D.I.A জোটের আজ দ্বিতীয় দিন। শুক্রবার যখন এই বৈঠকে রাজ্যসভা সংসদ কপিল সিব্বলের অপ্রত্যাশিত এন্ট্রি হয় তখন কংগ্রেস নেতারা ক্ষুব্ধ হন। আসলে কপিল সিব্বল বৈঠকে অফিসিয়ালি আমন্ত্রিত সদস্য ছিলেন না। কিন্তু তার উপস্থিতিতে একাধিক কংগ্রেস নেতা অসন্তুষ্ঠ হন। কিছু নেতা ফটোসেশনে তাঁর উপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেন।
কেসি বেণুগোপাল আপত্তি জানান
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল ফটো সেশনের আগে আচমকা তার বৈঠকে আসা নিয়ে উদ্ধব ঠাকরের কাছে অভিযোগ করেন। যদিও ফারুক আব্দুল্লাহ এবং অখিলেশ যাদব বেণুগোপালকে মানানোর চেষ্টা করেন। এমনকী রাহুল গান্ধীও বলেন যে তাঁর কারও প্রতি কোনও আপত্তি নেই। শেষমেষ এই বৈঠকে তাকে স্বাগত জানানো হয়।
কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে সামিল হয়েছিলেন সিব্বল
গত বছর ২০২২-এর মে মাসে সমাজবাদী পার্টিতে যোগ দেন কপিল সিব্বল। তিনি কংগ্রেস ত্যাগ করে ওই দলে শামিল হয়েছিলেন। কপিল সিব্বল কংগ্রেসের বড় নেতাদের মধ্যে একজন বলে গণ্য হন। কিন্তু ইউ পি এ সরকারের সময় কেন্দ্রীয় আইনমন্ত্রী থেকে নিয়ে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। বিগত কিছু সময় থেকে তিনি কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। সেই সমস্ত নেতাদের মধ্যে তিনি একজন ছিলেন, যাঁরা পার্টিতে সবচেয়ে বেশি চাঁদা দেন। সিব্বল পাঞ্জাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এবং দিল্লির মসনদে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে বরাবর।
ইন্ডিয়া বৈঠকে কি কি আলোচনা হবে?
সূত্র অনুযায়ী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে নেতাদের কো-অর্ডিনেশন কমিটিতে শামিল হওয়ার জন্য নাম চেয়েছেন। আজ ইন্ডিয়া জোটের লোগো লঞ্চ করা হবে। বৈঠকে ইন্ডিয়া মুখপাত্ররা টিমের প্রয়োজনের ওপর আলোচনা করবেন। জোটের তরফে যৌথ বিবৃতি পেশ করা হবে। এছাড়া শুক্রবার হতে চলা বৈঠকের এজেন্ডাতে চর্চা হয়েছে। এই বৈঠকের পর ইন্ডিয়া জোটবন্ধন নেতারা সংযুক্ত বয়ান পেশ করবেন।
বৈঠকে কোন কোন নেতারা শামিল হয়েছেন?
এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার, শিবসেনা (ইউ বি টি) সভাপতি উদ্ধব ঠাকরে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপ সংযোজক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, এছাড়া ন্যাশনাল কনফারেন্সের ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহ, পিডিপি প্রমুখ মেহবুবা মুফতি, সিপিআইএমের সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, সিপিআই(এমএল) দীপঙ্কর ভট্টাচার্য, বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, আরএলডির জয়ন্ত চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন।