ঘরের টবে গাঁজা চাষ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৫ জন ডাক্তারি পড়ুয়াকে। ঘটনা কর্নাটকের শিবমোগার। ওই ৫ পড়ুয়াই মেডিক্যালের ফাইনাল ইয়ারের পড়ুয়া। ধৃতদের নাম বিঘ্নরাজ, বিনোদ কুমার, ভিঘনারা, পান্ডিদুরাই এবং ধর্মপুরী। পুলিশ জানিয়েছে, ওই কলেজেরই অন্য দুই ইন্টার্ন আবদুল্লাহ ও অর্পিতাকে গাঁজা খাওয়ার অভিযোগে গ্রেফতার করার পর ওই তথ্য পায় পুলিশ। তারপরই গ্রেফতার করা হয় ওই পড়ুয়াদের।
তদন্ত চলাকালীন পুলিশ একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় এবং হাঁড়িতে গাঁজার গাছ চাষের জন্য একটি হাই-টেক সেট আপ আবিষ্কার করে, যা পরবর্তীতে শুকিয়ে ছোট প্যাকেজে বিক্রি করা হত। হাই-টেক সেটআপের মধ্যে ভাড়া বাড়ির ছাদে একটি শীতাতপ নিয়ন্ত্রিত রুমের ভিতরে একটি ক্যানভাস তাঁবু অন্তর্ভুক্ত ছিল, যা লাইট-এমিটিং ডায়োড (এলইডি) প্যানেল লাইট এবং ছয়টি ফ্যান দিয়ে সজ্জিত।
অভিযানে পুলিশ কাঁচা ও শুকনো গাঁজা, চাষের সরঞ্জাম, গাঁজার পাত্র বাজেয়াপ্ত করেছে। শিবমোগার এসপি মিঠুন কুমার বলেছেন যে, ছাত্ররা ইন্টারনেটের মাধ্যমে গাঁজা চাষের বিশদ সংগ্রহ করেছিল এবং অনলাইনে গাঁজার বীজ সংগ্রহ করেছিল। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনে মামলা করা হয়েছে।