Advertisement

CV Ananda Bose: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের, বাংলার বিশ্ববিদ্যালয় ইস্যুতে রিপোর্ট?

রাজ্য-রাজ্যপাল সংঘাত। আর তার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই ছবিও রাজ্যপালের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। 

রাজ্য-রাজ্যপাল সংঘাত। আর তার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই ছবিও রাজ্যপালের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Sep 2023,
  • अपडेटेड 11:09 PM IST
  • রাজ্য-রাজ্যপাল সংঘাত। আর তার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  • মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেন তিনি।
  • সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন নিয়ে রাজ্য-রাজ্যপালের মধ্যে চাপান-উতোর চলছে। সেই স্বায়ত্তশাসনের প্রক্রিয়া কতদূর এগোল, সেই উল্লেখও থাকতে পারে রিপোর্টে। 

রাজ্য-রাজ্যপাল সংঘাত। আর তার মাঝেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেন তিনি। সেই ছবিও রাজ্যপালের অফিসিয়াল X হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। 

এবিপির প্রতিবেদন অনুযায়ী, এদিন মূলত পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট দেন রাজ্যপাল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলির স্বায়ত্তশাসন নিয়ে রাজ্য-রাজ্যপালের মধ্যে চাপান-উতোর চলছে। সেই স্বায়ত্তশাসনের প্রক্রিয়া কতদূর এগোল, সেই উল্লেখও থাকতে পারে রিপোর্টে। 

সম্প্রতি স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি তৈরির সুপারিশ করে সুপ্রিম কোর্ট। তাতে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার, আচার্য এবং ইউজিসি-কে ৩-৫ জন বিশিষ্ট ব্যক্তির নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্ট জানিয়েছে, দ্রুত এই পরিস্থিতির নিষ্পত্তি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থ এবং শিক্ষার মানই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জানায় শীর্ষ আদালত। 

রাজ্যপালের অফিসিয়াল এক্স হ্যান্ডেল

সপ্তাহখানেক আগেই উপাচার্য নিয়োগ বিল নিয়ে কলকাতা হাইকোর্টে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাতে দাবি করা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিল ফেলে রাখা হয়েছে। এই বিষয়ে রাজ্যপালের কাছে হলফনামাও চেয়ে পাঠায় আদালত। 

অভিযোগ, প্রায় এক বছর পেরিয়ে গেলেও উপাচার্য নিয়োগ বিলে সই করেননি রাজ্যপাল। সেই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয়।  
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement