Advertisement

Uttar Pradesh Election 2022 : UP BJP-তে ফের ধাক্কা, মন্ত্রিসভা থেকে ইস্তফা দারা সিং চৌহ্বানের

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে (Uttar Pradesh Election 2022) কেন্দ্র করে ইতিমধ্যেই লড়াইতে নেমেছে সবপক্ষ। আর তারই মাঝে পরপর ধাক্কা ভারতীয় জনতা পার্টিতে। ইস্তফা পত্রে দারা সিং চৌহ্বান লিখেছেন, উত্তরপ্রদেশ সরকার, পিছিয়ে পড়া, বঞ্চিত, দলিত, কৃষক ও বেকার যুবকদের উপেক্ষা করেছে। পিছিয়ে পড়া ও দলিতদের সংরক্ষণ নিয়েও ছেলেখেলা করা হচ্ছে। আর সরকারের এহেন আচরণে বিরক্ত হয়েই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান। 

অখিলেশ যাদব ও দারা সিং চৌহ্বান (বামদিক থেকে)
Aajtak Bangla
  • উত্তরপ্রদেশ,
  • 12 Jan 2022,
  • अपडेटेड 6:24 PM IST
  • উত্তরপ্রদেশ বিজেপিতে ফের ধাক্কা
  • মন্ত্রিসভা থেকে ইস্তফা দারা সিং চৌহ্বানের
  • রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ

ইস্তফা দিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী দারা সিং চৌহ্বান (Dara Singh Chauhan)। তিনি হলেন উত্তরপ্রদেশের দ্বিতীয় মন্ত্রী যিনি নির্বাচনের আগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। এর আগে মঙ্গলবার শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ক্যাবিনেট থেকে ইস্তফা দেন। শোনা যাচ্ছে রাজ্যের আরও ৪ বিধায়ক তাঁকে সমর্থন জানিয়ে বিজেপিকে বিদায় জানিয়েছেন। উত্তরপ্রদেশের বন ও পরিবেশমন্ত্রী ছিলেন দারা সিং চৌহ্বান। তিনি মৌ-এর বধুবন আসনের বিধায়ক।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে (Uttar Pradesh Election 2022) কেন্দ্র করে ইতিমধ্যেই লড়াইতে নেমেছে সবপক্ষ। আর তারই মাঝে পরপর ধাক্কা ভারতীয় জনতা পার্টিতে। ইস্তফা পত্রে দারা সিং চৌহ্বান লিখেছেন, উত্তরপ্রদেশ সরকার, পিছিয়ে পড়া, বঞ্চিত, দলিত, কৃষক ও বেকার যুবকদের উপেক্ষা করেছে। পিছিয়ে পড়া ও দলিতদের সংরক্ষণ নিয়েও ছেলেখেলা করা হচ্ছে। আর সরকারের এহেন আচরণে বিরক্ত হয়েই তিনি ইস্তফা দিয়েছেন বলে জানান। 

সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন উপমুখ্যমন্ত্রীর
উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) ট্যুইটে লেখেন, "পরিবারের কোনও সদস্য যদি ভুল পথে যান তাহলে দুঃখ লাগে। যিনি গিয়েছেন তাঁকে শুধু এই আবেদনই করব যে, ডুবন্ত নৌকায় উঠলে তাঁরই ক্ষতি।" একইসঙ্গে দারা সিংকে 'বড় ভাই' সম্মোধন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছেন তিনি।

স্বাগত জানালেন অখিলেশ
অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) ট্যুইটে লেখেন, "সমাজিক ন্যায়বিচার সংগ্রামের নিরলশ যোদ্ধা দারা সিং চৌহ্বানকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।" তিনি আরও লেখেন, "সপা এবং অন্যান্য সহযোগী দল একজোট হয়ে সমতার আন্দোলনকে চরমে নিয়ে যাবে...ভেদাভেদ মেটাবে। এটা আমাদের সম্মিলিত সংকল্প।" শেষে অখিলেশ লেখেন, "সবার সম্মান, সবার স্থান। মেলা হবে।" 


 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement