Advertisement

McDonald's-এর কোল্ড ড্রিঙ্কে টিকটিকি, কাউন্টার সিল পুরনিগমের

ভার্গব জোশী এবং মেহুল হিঙ্গু নামে দুই বন্ধু দুপুর সাড়ে ১২টা নাগাদ ম্যাকডোনাল্ডসে কোল্ড ড্রিঙ্ক খেতে যান। কোল্ড ড্রিংক এবং আলু টিক্কি অর্ডার করেন তাঁরা। অর্ডার টেবিলে আসতেই কোল্ড ড্রিঙ্কে মরা টিকিটিকি ভেসে থাকতে দেখেন ওই দুজন। ওই দুই যুবক বিষয়টি কাউন্টারে জানান। কিন্তু তখন সেখানে ম্যাকডোনাল্ডসের ম্যানেজার ছিলেন না। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ম্যাকডোনাল্ডসের এরিয়া ম্যানেজার। তাঁকেও বিষয়টি জানান তাঁরা। কিন্তু তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি বলে অভিযোগ।

কোল্ড ডিঙ্কে টিকটিকিকোল্ড ডিঙ্কে টিকটিকি
Aajtak Bangla
  • গুজরাত,
  • 24 May 2022,
  • अपडेटेड 8:48 PM IST
  • ম্যাকডোনাল্ডের কোল্ড ড্রিঙ্কে মৃত টিকটিকি
  • আতঙ্ক গ্রাহকদের মধ্যে
  • গুজরাতের আহমেদাবাদের ঘটনা

ম্যাকডোনাল্ডসের (McDonald's) কোল্ড ড্রিঙ্কে পাওয়া গেল টিকটিকি। যার জেরে গ্রাহকদের মধ্যে ছড়াল আতঙ্ক। ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের সায়েন্স সিটি রোডে। বিষয়টি পুরনিগমকে জানান গ্রাহক। এরপরেই ঘটনাস্থলে পৌঁছে কাউন্টারটি সিল করে দেয় আহমেদাবাদ মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন  (Ahmedabad municipal corporation)। 

জানা গিয়েছে, দুই বন্ধু ম্যাকডোনাল্ডে কোল্ড ড্রিঙ্ক খেতে যান। সেই সময় কোল্ড ড্রিঙ্কে একটি মরা টিকটিকি দেখতে পান তাঁরা। এর পর তুমুল হৈচৈ পড়ে যায়। দুই যুবকই ঘটনাটি পুর কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পৌরসভার আধিকারিকরা। ঠান্ডা পানীয়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠান হয়। একইসঙ্গে ম্যাকডোনাল্ডসটিকে নোটিশ দিয়ে সিলও করে দেওয়া হয়।

ভার্গব জোশী এবং মেহুল হিঙ্গু নামে দুই বন্ধু দুপুর সাড়ে ১২টা নাগাদ ম্যাকডোনাল্ডসে কোল্ড ড্রিঙ্ক খেতে যান। কোল্ড ড্রিংক এবং আলু টিক্কি অর্ডার করেন তাঁরা। অর্ডার টেবিলে আসতেই কোল্ড ড্রিঙ্কে মরা টিকিটিকি ভেসে থাকতে দেখেন ওই দুজন। ওই দুই যুবক বিষয়টি কাউন্টারে জানান। কিন্তু তখন সেখানে ম্যাকডোনাল্ডসের ম্যানেজার ছিলেন না। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ম্যাকডোনাল্ডসের এরিয়া ম্যানেজার। তাঁকেও বিষয়টি জানান তাঁরা। কিন্তু তিনি বিষয়টিতে গুরুত্ব দেননি বলে অভিযোগ।

আরও পড়ুন

ভার্গব জোশী এবং মেহুল হিঙ্গু জানাচ্ছেন যে, ম্যাকডোনাল্ডের এরিয়া ম্যানেজার বলেন, এমনটা হয়েই থাকে। তাঁদের ২০০-২৫০ টাকা যা বিল হয়েছে তাঁরা তা ফেরৎ দিয়ে দেবেন। এমনকি তাঁদের সেখান থেকে চলে যাওয়ার কথাও বলা হয়। নয়তো পুলিশ ডাকারও হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনায় পাল্টা উপভোক্তা আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভার্গভ জোশী। 

 

Read more!
Advertisement
Advertisement