ধোঁয়াশার চাদরে ঢাকা রাজধানী। শীতের শুরুতেই দিল্লিতে ফের চোখরাঙাচ্ছে দূষণ। বাতাসে জমছে বিষ। মঙ্গলবার সকালেও ধোঁয়াশায় মুড়েছে দিল্লি। এদিন সকালে বাতাসের গুণমানের সূচক ৪৯৪। রাজধানীতে দূষণ পরিস্থিতি আরও ভয়ানক চেহারা নিয়েছে। বেশ কিছু এলাকায় বাতাসে গুণমানের সূচক ৫০০ ছুঁইছুঁই।
দূষণের জেরে দিল্লিতে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। দিল্লি-এনসিআরে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার থেকে দিল্লির স্কুলগুলিতে ক্লাস বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুলগুলি অনলাইন মোডে স্থানান্তরিত করা হবে। তবে দশম ও দ্বাদশ শ্রেণী শুধুমাত্র ফিজিক্যাল মোডে চলবে। দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি জানিয়েছেন, সোমবার থেকে দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া সমস্ত পড়ুয়াদের স্কুলে ক্লাস বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন মোডে ক্লাস পরিচালনা করবে।
গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সিএকিউএম বলেছে যে, জরুরি পরিষেবা ব্যতীত দিল্লিতে নিবন্ধিত BS-IV বা পুরানো ডিজেল মাঝারি এবং ভারী পণ্য যানবাহনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। মহাসড়ক, রাস্তা, ফ্লাইওভার, বিদ্যুৎ লাইন, পাইপলাইন এবং অন্যান্য পাবলিক প্রকল্পসহ যাবতীয় নির্মাণকাজ সাময়িক স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে দূষণে জেরবার দিল্লিবাসী। সোমবার সকালে বাতাসের গুণমানের সূচক ছিল ৪৮৫। গতকালের তুললনায় দূষণের মাত্রা আরও বাড়ল। দিল্লির দূষণ নিয়ে সরব হয়েছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চতুর্থ পর্যায়ের গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা গ্র্যাপ-৪ বহাল রাখতে হবে। দিল্লিতে বাতাসের গুণমানের সূচক ৩০০-র নীচে নেমে গেলেও তাদের অনুমতি ছাড়া গ্র্যাপ-৪ তুলে নেওয়া যাবে না বলে সোমবার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।