Advertisement

এবার দিল্লি এয়ারপোর্টে প্রকাশ্যে প্রস্রাব করলেন মাতাল যাত্রী, গ্রেফতার

মাঝ আকাশের পর এ বার দিল্লির বিমানবন্দর। প্রকাশ্যে মূত্র বিসর্জন করে গ্রেফতার এক ব্যক্তি। পরে জামিনে মুক্তি পান তিনি। এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে প্রস্রাব-কাণ্ডের পর এই ঘটনায় নতুন করে তোলপাড় পড়ে গিয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত যাত্রী মত্ত অবস্থায় বিমানবন্দরেই মূত্রত্যাগ করা শুরু করেন। থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ।

দিল্লি এয়ারপোর্ট। ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Jan 2023,
  • अपडेटेड 4:20 PM IST

মাঝ আকাশের পর এ বার দিল্লির বিমানবন্দর (Delhi Airport)। প্রকাশ্যে প্রস্রাব করে গ্রেফতার এক ব্যক্তি। জানা গিয়েছে অভিযুক্ত যাত্রী মত্ত অবস্থায় বিমানবন্দরেই মূত্রত্যাগ করা শুরু করেন। থামাতে গেলে সহযাত্রীদের হুমকিও দেন বলে অভিযোগ। পরে অবশ্য জামিন পান তিনি। 

ঘটনা ৮ জানুয়ারির। অভিযুক্ত বিহারের বাসিন্দা। নাম জওহর আলি খান। পুলিশ জানিয়েছে, ওই যাত্রী মদ্যপ ছিলেন। তিনি অন্য যাত্রীদের গাল-মন্দও করছিলেন। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এর অভিযোগের ভিত্তিতে, পুলিশ আইজিআই বিমানবন্দর থানায় ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ২৯৪ এবং ৫২০ এর অধীনে একটি মামলা দায়ের করেছে। পরে জামিনে মুক্তি পান তিনি।

দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে দমনগামী বিমান ধরতে এসেছিলেন জনৈক জওহর আলি খান। তিনি মত্ত অবস্থায় ছ’নম্বর ফটকের সামনে প্রকাশ্যে মূত্র ত্যাগ করতে শুরু করেন। তাঁকে দেখে ঘাবড়ে যান বাকিরা। কয়েক জন তাঁকে নিরস্ত করাও চেষ্টা করেন। অভিযোগ, তখন জওহর খারাপ ব্যবহার করে তাঁদের তাড়িয়ে দেন। ঘটনার কথা জানতে পেরেই তৎপর হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের পুলিশ তাঁকে গ্রেফতার করে। পরে অবশ্য বন্ড দিয়ে জামিনে মুক্তি পান জৌহর।

উল্লেখ্য, কয়েক দিন আগেই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মত্ত অবস্থায় সহযাত্রী এক বয়স্ক মহিলার গায়ে মূত্রত্যাগ করে বিতর্কে জড়িয়ে পড়েন শঙ্কর মিশ্র। তা নিয়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার বেশ কয়েক দিন কেটে যাওয়ার পর বেঙ্গালুরু থেকে দিল্লি পুলিশ গ্রেফতার করে শঙ্করকে। একটি আমেরিকার বহুজাতিকে চাকরি করতেন শঙ্কর। ঘটনার অভিঘাতে সেই চাকরিও যায় তাঁর। 

আরও পড়ুন-প্রকৃতির রোষ, জোশীমঠের মতোই ধ্বংসের পথে উত্তরাখণ্ডের আরও ৫ শহর

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement