দিল্লি মেট্রোর কেবল চুরি! দিল্লি-নয়ডার ব্যস্ততম ব্লু লাইনে কেবল চুরির ঘটনাটি ঘটেছে। যার কারণে মেট্রো পরিষেবায় প্রভাব পড়েছে। ব্লু লাইন মেট্রো আজ দেরিতে চলছে। দিল্লি-নয়ডা মেট্রো রুট ব্যস্ততম মেট্রো লাইন হিসাবে বিবেচিত হয়। ব্লু লাইন দিল্লি মেট্রোর একটি গুরুত্বপূর্ণ রুট। রাজধানী নিউ দিল্লির পশ্চিমে দ্বারকাকে নয়ডা এবং পূর্বে (উত্তরপ্রদেশ) বৈশালীর সঙ্গে যুক্ত করেছে। রাজীব চক, যমুনা ব্যাঙ্ক, ময়ূর বিহার ফেজ ১, নয়ডা সেক্টর ১৬ এবং নয়ডা সেক্টর ১৮-র মতো স্টেশনগুলি এই রুটে পড়ে। যেখানে অনেক অফিস অবস্থিত। অফিস টাইমে এই রুটে হাজার হাজার যাত্রী যাতাযাত করেন। চুরির ঘটনায় মেট্রো দেরিতে চলছে, যার কারণে মেট্রোর জন্য মানুষকে দীর্ঘ সময় স্টেশনে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে।
জানা গিয়েছে, দ্বারকা থেকে বৈশালী/নয়ডা লাইনে কীর্তি নগর এবং মতি নগরের মধ্যে কেবল চুরির ঘটনা ঘটে। রাতে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার পরেই এই কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। ট্র্যাক সিসিটিভি কভারেজের আওতায় ছিল না, অন্যদিকে যেখান থেকে তারটি চুরি হয়েছিল সেই এলাকায় অনেক শিল্প পরিকাঠামো রয়েছে। অন্ধকার হওয়ার কারণে স্টেশনের সিসিটিভিতে খুব বেশি কিছু ধরা পড়েনি। এ কারণে দিনভর ব্লু লাইনে মেট্রো চলাচল ব্যাহত হবে। ধীর গতিতে মেট্রো চলছে, তাই যাত্রীদের গন্তব্যে যাওযার জন্য মেট্রো পেতে বেশি সময় অপেক্ষা করতে হবে।
দিল্লি মেট্রো রেল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে মেট্রো পেতে অতিরিক্ত সময় লাগবে। এর আগে অগাস্ট মাসেও একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসে। রেড লাইনে কেবল চুরির ঘটনা ঘটে। সেই সময় ঝিলমিল ও মানসসরোবর পার্কের মধ্যে মেট্রো করিডোরে সিগন্যালের কেবল চুরি হয়ে যায়। এতে করে দিলশাদ গার্ডেন থেকে শাহদরা পর্যন্ত মেট্রো চলাচল বিপর্যস্ত হয়।