Advertisement

I.N.D.I.A Meet: রেগেই কি ইন্ডিয়া জোটের বৈঠক ছেড়েছিলেন? মুখ খুললেন নীতীশ

অসন্তোষের খবর অস্বীকার করলেন নীতীশ কুমার। এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়, দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠক নিয়ে অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু এবার এই বিষয়ে মুখ খুললেন। জানালেন, 'শুরু থেকেই আমি নিজের অবস্থানে অটল রয়েছি। আমি কোনও ধরনের দায়িত্ব চাই না। আমি শুধুমাত্র পরবর্তী প্রক্রিয়া দ্রুততর হোক, সেটুকুই চাই।' 

অসন্তোষের খবর অস্বীকার করলেন নীতীশ কুমার।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Dec 2023,
  • अपडेटेड 1:02 PM IST
  • অসন্তোষের খবর অস্বীকার করলেন নীতীশ কুমার। এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়, দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠক নিয়ে অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী।
  • কিন্তু এবার এই বিষয়ে মুখ খুললেন। জানালেন, 'শুরু থেকেই আমি নিজের অবস্থানে অটল রয়েছি। আমি কোনও ধরনের দায়িত্ব চাই না। আমি শুধুমাত্র পরবর্তী প্রক্রিয়া দ্রুততর হোক, সেটুকুই চাই।' 
  • সোমবার, বিহারের মুখ্যমন্ত্রী পাটনায় অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আমাকে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আমি নিজেই তা প্রত্যাখান করেছি।

অসন্তোষের খবর অস্বীকার করলেন নীতীশ কুমার। এর আগে একাধিক সূত্রে দাবি করা হয়, দিল্লিতে I.N.D.I.A জোটের বৈঠক নিয়ে অসন্তুষ্ট বিহারের মুখ্যমন্ত্রী। কিন্তু এবার এই বিষয়ে মুখ খুললেন। জানালেন, 'শুরু থেকেই আমি নিজের অবস্থানে অটল রয়েছি। আমি কোনও ধরনের দায়িত্ব চাই না। আমি শুধুমাত্র পরবর্তী প্রক্রিয়া দ্রুততর হোক, সেটুকুই চাই।' 

সোমবার, বিহারের মুখ্যমন্ত্রী পাটনায় অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, আমাকে সমন্বয় করার দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আমি নিজেই তা প্রত্যাখান করেছি।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর, বিরোধী দলগুলি দিল্লিতে INDIA জোটের চতুর্থ বৈঠকের আয়োজন করেছিল। তাতে ২৮টি দল অংশ নেয়। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে জোটের প্রধানমন্ত্রীর মুখ করার প্রস্তাব করেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেই প্রস্তাবে সমর্থন জানান। পরে একটি যৌথ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নীতীশের অনুপস্থিতি ঘিরে জল্পনা শুরু হয়। কানাঘুষো শোনা যায়, নীতীশ রেগে গিয়ে সময়ের আগেই সভা ছেড়ে চলে যান।

আসন ভাগাভাগির প্রসঙ্গে নীতীশ বলেন, 'বৈঠকে আমরা বলেছি যে, প্রতিটি রাজ্যের জন্য আমরা সিদ্ধান্ত নেব। আমরা সবকিছু একসঙ্গে করব। সবাই একসঙ্গে বসবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর যেখানে যে আসন পাবে, সে সেখানে নির্বাচনে লড়বে। আমি তো বলেইছি যে, ওরা যাকে যে পদ দিতে চায় দিতে পারে। তবে আমার কোনও পদের ইচ্ছা নেই।

এরপরেই তিনি পুনরায় জানান, তাঁর যে রাগ হয়েছে বলা হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুল। তাঁর কোনও রাগ নেই। তিনি আরও বলেন, বৈঠকে আমাকে সমন্বয়ক করার কথা বলা হয়েছিল। কিন্তু আমি জানিয়ে দিয়েছি যে আমার সেরকম কোনও ইচ্ছা নেই। আমি চাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করুন।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement