Advertisement

Dogs Attacked: কামড়ে-খুবলে যুবককে মেরে ফেলল কুকুরের দল, AMU-তে ভয়ঙ্কর ঘটনা

উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে এক যুবককে ১০ থেকে ১২টি কুকুর কামড়ে মারল এক যুবককে। নিহতের নাম সফদর আলি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

দল বেঁধে যুবককে কামড়াচ্ছে কুকুরের দল।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 16 Apr 2023,
  • अपडेटेड 1:47 PM IST
  • উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে এক যুবককে ১০ থেকে ১২টি কুকুর কামড়ে মারল এক যুবককে।
  • নিহতের নাম সফদর আলি।

উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে এক যুবককে ১০ থেকে ১২টি কুকুর কামড়ে মারল এক যুবককে। নিহতের নাম সফদর আলি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

কুকুরের কামড়ের এই পুরো ঘটনাটি AMU ক্যাম্পাসে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ জানিয়েছে যে, সিভিল লাইনের বাসিন্দা সফদর আলি রবিবার সকাল সাড়ে ৭টায়  ক্যাম্পাসের ভেতরে ঘোরাফেরা করছিলেন। এরপর ১০ থেকে ১২টি কুকুর হঠাৎ তাঁকে আক্রমণ করে। কুকুরগুলো তাঁকে এতটাই কামড়ে- খুবলেছিল যে কিছুক্ষণের মধ্যেই সফদার মারা যান। ঘটনার সময় সফদার একাই ছিলেন। আশেপাশে তাঁকে সাহায্য করার মতো কেউ ছিল না। কিছুক্ষণ পর লোকজন সফদারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপর আশেপাশে লাগানো সিসিটিভি ক্যামেরা চেক করলে তিনি জানতে পারেন কুকুরের কামড়ে সফদারের মৃত্যু হয়েছে। এসপি কুলদীপ গুণওয়াত জানিয়েছেন, আপাতত ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন-প্রয়াগরাজে পুলিশের সামনেই আতিক ও আশরাফকে গুলি করে হত্যা

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement