Advertisement

Jammu Drone attack : এবার জম্মুর মিলিটারি স্টেশনে ড্রোন! চলল ২৫ রাউন্ড গুলি

জম্মুর বায়ুসেনা বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার ড্রোন

ড্রোনড্রোন
Aajtak Bangla
  • জম্মু ও কাশ্মীর ,
  • 28 Jun 2021,
  • अपडेटेड 11:58 AM IST
  • জম্মুর বায়ুসেনা বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার ড্রোন
  • এবার ঘটনাস্থল জম্মুর কালুচক মিলিটারি স্টেশন
  • সেখানেও উদ্ধার ড্রোন

জম্মুর বায়ুসেনা বিমানঘাঁটিতে ড্রোন হামলার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের উদ্ধার ড্রোন। এবার ঘটনাস্থল জম্মুর কালুচক মিলিটারি স্টেশন। যদিও আগে থেকেই সতর্ক ছিলেন সেনা জওয়ানরা। তাঁরা ড্রোনটিকে লক্ষ্য করে ২০-২৫ রাউন্ড গুলি চালায়। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। জারি হয়েছে সতর্কতবার্তাও।

সেনাসূত্রে খবর, রবিবার রাত ৩টে নাগাদ জম্মুর মিলিটারি স্টেশনের উপর আকাশে একটি ড্রোন দেখা যায়। সেই ড্রোনটি দেখামাত্র সেটিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন কর্তব্যরত জওয়ানরা। তারপর থেকে তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। আরও ড্রোন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

গতকাল বিমানঘাঁটিতে হামলা হয়েছিল 

রবিবার রাত ১টা ৩৭ মিনিট নাগাদ জম্মুর সেনা বিমানঘাঁটিতে ড্রোন হামলা হয়। পরপর দুটি হামলায় কেঁপে ওঠে এলাকা। ২ জন জখম জওয়ান জখম হন। সেনা ভবনের একটি ছাদও ক্ষতিগ্রস্ত হয়। তারপর থেকে একাধিক বিমানঘাঁটিতে সতর্কতা জারি করে প্রতিরক্ষামন্ত্রক। জম্মুর ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। 

ড্রোন হামলায় ঝুঁকি কম 

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ড্রোন হামলা কম ব্যায় সাপেক্ষ। ড্রোন খুব কম উচ্চতায় উড়তে পারে। ফলে একে রাডারে ধরা মুশকিল। সেই কারণে ভারতে ড্রোন হামলা করছে জঙ্গিরা। প্রসঙ্গত, গতকাল প্রথমবার ভারতে ড্রোন হামলা হয়। বিশেষজ্ঞদের দাবি, এরপরও ড্রোন হামলা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলে সতর্ক থাকতে হবে সেনাকে। 

Read more!
Advertisement
Advertisement