Advertisement

Eid Mubarak Date 2022 : আজ দেখা গেল না চাঁদ, মঙ্গলবার দেশজুড়ে খুশির ঈদ

আগামী ৩ মে সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। লখনউয়ের মার্কজি চাঁদ কমিটির ফারাঙ্গি মহলের সদর কাজি জানান, আজ শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই আগামিকাল ৩০তম রোজা।

ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 May 2022,
  • अपडेटेड 9:04 PM IST
  • আগামী ৩ মে সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে
  • লখনউয়ের মার্কজি চাঁদ কমিটির ফারাঙ্গি মহলের সদর কাজি জানিয়েছেন একথা
  • মঙ্গলবার খুশির ইদ বাংলাদেশেও

আগামী ৩ মে সারাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে। লখনউয়ের মার্কজি চাঁদ কমিটির ফারাঙ্গি মহলের সদর কাজি জানান, আজ শাওয়ালের চাঁদ দেখা যায়নি। তাই আগামিকাল ৩০তম রোজা। তিনি বলেন, 'আগামী ৩ মে সারাদেশে ঈদ উদযাপিত হবে।'

মার্কজি চাঁদ কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মারকজি চাঁদ কমিটির ফারাঙ্গি মহলের সদর, কাজি-ই-শাহর মাওলানা খালিদ রশিদ ফারঙ্গি মহলি ইমাম ইদগাহ লখনউ ঘোষণা করেছেন, আজ অর্থাৎ রোজার ২৯ তারিখে চাঁদ দেখা যায়নি। তাই আগামিকাল ৩০তম রোজার দিন। ৩ মে সারাদেশে ঈদ উদযাপিত হবে। 

আরও পড়ুন : বিশ্বজুড়ে KGF ঝড়, রেকর্ড গড়ে আয় ১০০০ কোটি!

৩ মে সকাল ১০ টায় লখনউ ঈদগাহে ঈদ উল ফিতরের নমাজ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত দুই বছর ধরে করোনার কারণে ঈদের উৎসব ম্লান হয়ে গিয়েছিল। যদিও এবার করোনা আক্রান্তের সংখ্যা কম। তাই ঈদের আগে বাজারগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলাদেশের ধর্ম বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানিয়েছেন, শাওয়ালের চাঁদ  রবিবার দেখা না যাওয়ায় সোমবার বাংলাদেশে ইদ উদযাপন করা হবে না। আগামী মঙ্গলবার ইদ মেতে উঠবে বাংলাদেশ। ভারতে ইদ কবে, তা ঠিক করার জন্য প্রতিটি রাজ্যের প্রধান মসজিদকে দায়িত্ব দেওয়া হয়। এরাজ্যের দায়িত্বে নাখোদা মসজিদ। সেই মসজিদে ইতিমধ্যেই নবান্নের চিঠি এসে গেছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, গত ২ বছর করোনার কারণে ঈদ সেভাবে পালন করতে পারেনি সাধারণ মানুষ। ক্ষতির মুখ দেখেছেন ব্যবসায়ীরাও। তবে এবার ব্যবসায়ীরা জানিয়েছেন, এবছর গত ২ বারের তুলনায় বাজার বেশ ভালো। তাঁরা লাভের মুখও দেখেছেন। 
will-say-when-eid/

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement