Advertisement

Election Commissioner Arun Goel Resigns: নির্বাচন কমিশনারের পদ থেকে হঠাৎ পদত্যাগ অরুণ গোয়েলের, গত সপ্তাহে এসেছিলেন বাংলায়

লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইস্তফা নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের একটি পদ আগে থেকেই শূন্য ছিল। তাঁর ইস্তফার পর এখন শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আছেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনে আরও দু'জন নির্বাচন কমিশনার থাকেন।

নির্বাচন কমিশনার অরুণ গোয়েল লোকসভা নির্বাচনের আগে পদত্যাগ করলেন
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Mar 2024,
  • अपडेटेड 9:39 PM IST

Election Commissioner Arun Goel Resigns: লোকসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ইস্তফা নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনারের একটি পদ আগে থেকেই শূন্য ছিল। তাঁর ইস্তফার পর এখন শুধু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার আছেন। এই পদে অরুণ গোয়েলের আরও তিন বছর মেয়াদ ছিল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে হঠাৎ তাঁর পদত্যাগে জল্পনা বাড়ছে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গেও তদারকি করে যান।

অরুণ গোয়েল লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয়ভাবে কাজ করছিলেন। সব ব্যবস্থার তদারকি করতে বেশ কয়েকটি রাজ্যে সফর করেছিলেন। 

তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, "একজন নির্বাচন কমিশনার এমনিতেই ফাঁকা। আর একজন রইলেন। খুবই চিন্তার বিষয়।"

তাঁর পদত্যাগের সঙ্গে, পুরো নির্বাচনী তত্ত্বাবধানের দায়িত্ব এখন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের ওপরই রয়েছে।উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনে আরও দু'জন নির্বাচন কমিশনার থাকেন।

অরুণ গোয়েল পঞ্জাব ক্যাডারের একজন প্রাক্তন আইএএস অফিসার। তিনি আনুষ্ঠানিকভাবে ২১ নভেম্বর ২০২২ তারিখে নির্বাচন কমিশনারের ভূমিকা গ্রহণ করেছিলেন৷ তাঁর মেয়াদ ২০২৭ সালে শেষ হওয়ার কথা ছিল৷ গোয়েল এর আগে শিল্প মন্ত্রকের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন৷
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement