Advertisement

India Missile Test: জয় হিন্দ! ভারত ভয়ঙ্কর মিসাইল টেস্ট করতে চলেছে, সমুদ্র থেকেই খতম শত্রু

হাইপারসনিক মিসাইলের পরে আবারও একটা মিসাইল টেস্ট করতে পারে ভারত। এর জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে সম্ভাব্য নোটম বা নোটিশ টু এয়ারম্যান (NOTAM) জারি করেছে ভারত।

জয় হিন্দ! ভারত ভয়ঙ্কর মিসাইল টেস্ট করতে চলেছে, সমুদ্র থেকেই খতম শত্রু
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 12:09 PM IST
  • প্রায় ১৮০০ ​কিলোমিটার নোটাম জারি করা হয়েছে
  • মনে করা হচ্ছে দীর্ঘ-পাল্লার মিসাইল সিস্টেমের পরীক্ষা চালাতে পারে ডিআরডিও

হাইপারসনিক মিসাইলের পরে আবারও একটা মিসাইল টেস্ট করতে পারে ভারত। এর জন্য বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে সম্ভাব্য নোটম বা নোটিশ টু এয়ারম্যান (NOTAM) জারি করেছে ভারত। প্রায় ১৮০০ ​কিলোমিটার নোটাম জারি করা হয়েছে। মনে করা হচ্ছে দীর্ঘ-পাল্লার মিসাইল সিস্টেমের পরীক্ষা চালাতে পারে ডিআরডিও (DRDO)। কী ধরনের মিসাইলের পরীক্ষা চালানো হবে সেটা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে সাবমেরিন লঞ্চড ক্রুজ মিসাইল (Submarine Launched Cruise Missile) পরীক্ষা করতে পারে। এই মিসাইল উৎক্ষেপণ করা হতে পারে বিশাখাপটনমের আশপাশ থেকে। কারণ ওখানে নৌসেনার ঘাঁটি রয়েছে। 

ডিআরডিও দূর পাল্লার ক্রুজ মিসাইল নিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে। যার কারণে ভারতের নৌ বাহিনীর হাতে আসছে একের পর একমারাত্মক মিসাইল। আর তাতে সমুদ্র সীমান্ত সুরক্ষায় ভারত ক্রমেই এগিয়ে চলেছে। বর্তমানে ভারত সমুদ্রের নীচে থেকে হামলা করার ক্ষমতা উন্নত করার জন্য কাজ করছে। তাই ডিআরডিও সাবমেরিন থেকে ছোড়া ক্রুজ মিসাইলে পরীক্ষা করতে পারে। এটা নির্ভয় মিসাইলের উন্নত ভার্সন। এখনও পর্যন্ত এই মিসাইলের কোনও নাম দেওয়া হয়নি। এই সিস্টেমগুলি ভারতের স্ট্রাইক ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ এবং কৌশলগত প্রতিরোধ শক্তিকে উন্নত করে।

গত বছরের ফেব্রুয়ারিতেও ভারত এই মিসাইলের পরীক্ষা চালিয়েছিল। এর দুটি আলাদা সংস্করণও তৈরি করা হয়েছে। সেগুলি হল-ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল আর অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল। ভারতের প্রতিরক্ষার জন্য সদা জাগ্রত তিন বাহিনীই প্রচুর সংখ্যক নির্ভয় মিসাইল তাদের বহরে আনতে পরিকল্পনা নিয়েছে বলে সূত্রের খবর।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement