Winter IMD Prediction: এ বছরের মতো বর্ষা বিদায় নিয়েছে দেশ থেকে। হেমন্তের শুষ্ক আবহাওয়া মানেই শীতের আমেজের অপেক্ষা। মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কবির সেই প্রশ্ন, 'শীতকাল কবে আসবে...'। দিল্লির মৌসমভবন IMD জানিয়েছে, এ বছর দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ৮ শতাংশ বেশি। এখন প্রশ্ন হল, এ বছর শীত কেমন পড়তে পারে? সেই পূর্বাভাসও দিয়েছে IMD।
ভারতে বর্ষায় লা নিনার ইতিবাচক প্রভাব রয়েছে
IMD জানাচ্ছে, এ বছর কড়া শীত পড়তে পারে উত্তর ভারতে। যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। অন্যবারের চেয়ে বেশি ঠান্ডা। কারণ লা নিনা পরিস্থিতি হয়তো অক্টোবরের শেষ, নভেম্বরের শুরু থেকেই হাওয়ায় বদল আনবে। যার নির্যাস, দিল্লি ও রাজধানী সংলগ্ন রাজ্যগুলিতে কড়া ঠান্ডা পড়তে শুরু করে দেবে। ভারতে বর্ষায় লা নিনার ইতিবাচক প্রভাব রয়েছে। লা নিনা বছরে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
লা নিনা (La Nina) কী?
লা-নিনা শব্দের অর্থ শিশু কন্যা (Little Girl)। এটি এল-নিনোর বিপরীত অবস্থা। বায়ু সঞ্চলনের স্বাভাবিক অবস্থান প্রশান্ত মহাসাগরে অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এই অবস্থায় সমূদ্রের জলের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে গেলে পেরু-চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে লা-নিনা বলে। লা-নিনা প্রবাহের স্থায়িত্ব বেশির ভাগ ক্ষেত্রে ৬ মাস থাকে। তবে কখনও কখনও তা ২ বছর যাবৎ চলতে পারে।
'শীতের মাসগুলিতে হাড় কাঁপানো ঠান্ডাই পড়বে'
IMD-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্রের কথায়, 'অক্টোবর-নভেম্বরে লা নিনা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ৭১ শতাংশ। যার জেরে উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা নেমে যেতে শুরু করবে। সুতরাং শীতের মাসগুলিতে হাড় কাঁপানো ঠান্ডাই পড়বে।'
আইএমডি জানিয়েছে, চলতি বছরে বর্ষা ভাল হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। ৬টি নিম্নচাপ ও বঙ্গোপসাগরে ১৪টি নিম্নচাপ সিস্টেমের জেরে ব্যাপক বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হলে খারিপ শস্যের উত্পাদন ভাল হয়।