Advertisement

Sanyukt Kishan Morcha : বাদল অধিবেশনের সময় সংসদের বাইরে বিক্ষোভে কৃষকেরা

সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha) এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে লাগাতার আন্দলনে নেমেছেন কৃষকেরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) দিন কয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

দিল্লির আন্দোলনরত কৃষকেরা (ফাইল ছবি)
অরবিন্দ ওঝা
  • নতুন দিল্লি,
  • 04 Jul 2021,
  • अपडेटेड 11:39 PM IST
  • উত্তপ্ত হতে চলেছে সংসদের বাদল অধিবেশন
  • দিল্লি সীমান্তের আন্দোলনরত কৃষকেরা হুঁশিয়ারি দিয়েছেন, অধিবেশন চলার সময় সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন তাঁরা
  • ২২ জুলাই থেকে বাদল অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তাঁরা

উত্তপ্ত হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। দিল্লি সীমান্তের আন্দোলনরত কৃষকেরা হুঁশিয়ারি দিয়েছেন, অধিবেশন চলার সময় সংসদের বাইরে বিক্ষোভ দেখাবেন তাঁরা। ২২ জুলাই থেকে বাদল অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করবেন তাঁরা।

সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha) এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে লাগাতার আন্দলনে নেমেছেন কৃষকেরা। কৃষক নেতা রাকেশ টিকায়েত (Rakesh Tikait) দিন কয়েক আগে হুঁশিয়ারি দিয়েছিলেন, আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে। কৃষি আইন (Farm Law) বাতিলের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।

বলা যেতে পারে, সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha) সেই পথেই হাঁটল। সংসদের বাইরে চলবে টানা বিক্ষোভ। ২২ জুলাই পর্যন্ত চলবে এই আন্দোলন। সংসদের বাইরে শ'দুয়েক কৃষক বিক্ষোভ দেখাবেন। সেখানে সব কৃষক সংগঠনে থেকে ৫ জন করে প্রতিনিধি থাকবেন।

কৃষক সংগঠন সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha)-র তরফ থেকে এ ব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ১৭ জুলাই বিরোধী দলেগুলির কাছে সতর্কপত্র পাঠানো হবে।

সংসদে যাতে তারা কৃষকদের আন্দোলনকে সমর্থন করে, সে ব্যাপারে তাদের সতর্ক করা হবে। সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha) আরও জানিয়েছে, সরকারকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে কৃষি আইন বাতিল না করলে কোনও কথাই শোনা হবে না।

পঞ্জাবের কৃষি সংগঠনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, সেখানে বিদ্যুৎ পরিষেবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আর তাই সেখানকার মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ে 'মোতি মহল' ঘেরাওয়ের কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে।

রান্নার গ্যাস এবং জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ করতে চলেছে সংযুক্ত কিষান মোর্চা। ওই বিষয়গুলির প্রতিবাদ জানিয়ে ৮ জুলাই সকাল ১০টা থেকে শুরু হবে সারা দেশে বিক্ষোভ। যা চলবে দু'ঘণ্টার জন্য।

Advertisement

বাতিলই একমাত্র দাবি
কৃষক সংগঠনগুলি জানিয়ে দিয়েছে,  কৃষি আইন (Farm Law) বাতিল না হলে তাররা কোনও কথা শুনবে না। চলতি বছরে এবং আগের বছরে এ নিয়ে সরকারে সঙ্গে সংযুক্ত কিষান মোর্চা (Sanyukt Kishan Morcha)-র দফায় দফায় বৈঠক হয়েছে।

দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং টোমর এবং পীয়ূষ গোয়েলের সঙ্গে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। তবে সরকার আইন বাতিল করতে চায়নি। সংস্কার করতে চাইলে তাতে রাজি কেন্দ্র। এ কথা মানতে চায় না কৃষক সংগঠনগুলি।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement