Advertisement

Ashok Gehlot's Swipe At Sachin Pilot: 'কয়েকজন MLA অমিত শাহের সঙ্গে বসেছিলেন,' গেহলটের নিশানায় সচিন শিবির?

রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী পদে তিনি থাকবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। যদিও তার আগেই বিরোধী শিবিরের সচিন পাইলটকে (Sachin Pilot) নাম না করে খোঁচা দিলেন অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot)।

শচিন শিবিরকে খোঁচা গেহলটের
Aajtak Bangla
  • জয়পুর,
  • 02 Oct 2022,
  • अपडेटेड 6:16 PM IST
  • নাম না করে সচিন শিবিরকে খোঁচা গেহলটের
  • কংগ্রেস সরকারকে ফেলার চক্রান্তের বিষয়টি উস্কে দেন অশোক

রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী পদে তিনি থাকবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত নেবে কংগ্রেস হাইকমান্ড। যদিও তার আগেই বিরোধী শিবিরের সচিন পাইলটকে (Sachin Pilot) নাম না করে খোঁচা দিলেন অশোক গেহলট (Rajasthan Chief Minister Ashok Gehlot)। তিনি আবারও রাজ্যের কংগ্রেস সরকারকে ফেলার চক্রান্তের বিষয়টি উস্কে দেন। অশোক বলেন, 'কংগ্রেস বিধায়করা অন্যদের মেনে নেওয়ার চেয়ে বিদ্রোহ করা ভাল বলে মনে করেছিলেন। কারণ কয়েকজন বিধায়ক অমিত শাহ (Amit Shah), জাফর ইসলাম (Zafar Islam) ও ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) সঙ্গে বসেছিলেন।'

জয়পুরে একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর পর গেহলট বলেন, "কংগ্রেসের ইতিহাসে প্রথমবারের মতো এক লাইনের প্রস্তাব পাস হয়নি। আমি এখনও দুঃখিত যে এটি পাস হয়নি। তাই আমি ক্ষমা চেয়েছি। কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল? যখন আমি প্রদেশ কংগ্রেস প্রধান গোবিন্দ দোতাসরাকে (PCC chief Govind Dotasra) বিধায়কদের বোঝানোর জন্য পাঠিয়েছিলাম, তখন তাঁরা খুব রেগে ছিলেন। আমি ২০২০ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাঁদের অভিভাবক হব। আমি যদি রাজস্থান ছেড়ে চলে যেতাম, তাহলে তাঁদের কী হত? সেই কারণেই তারা রেগে ছিলেন।'

গেহলট যোগ করেছেন, 'বিধায়করা অন্যদের মেনে নেওয়ার চেয়ে বিদ্রোহ করা ভাল বলে মনে করেছিলেন। সবাই জানে যে কয়েকজন বিধায়ক অমিত শাহ, জাফর ইসলাম এবং ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বসেছিলেন। সবাই জানে যে কংগ্রেস সরকারকে ফেলার চেষ্টা করছে বিজেপি। তারা চায় না এই সরকার পাঁচ বছর পূর্ণ করুক।'

অশোক গেহলট কংগ্রেস সভাপতি নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই রাজস্থানে সঙ্কট শুরু হয়েছিল। গেহলটের পরিবর্তে সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী মানতে রাজি ছিলেন না প্রায় শতাধিক বিধায়ক। ৮২ জন বিধায়ক দলের বৈঠকের আগেই পদত্যাগ করার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। পার্টি হাইকমান্ড দলের পর্যবেক্ষক মল্লিকার্জুন খাড়গে এবং অজয় ​​মাকেনের কাছ থেকে রিপোর্ট চেয়েছিল। পরিস্থিতি দেখে কংগ্রেস সভানত্রী সোনিয়া গান্ধী দিল্লিতে ডেকে পাঠান গেহলটকে। সেই বৈঠকের পর কংগ্রেস সভাপতি পদের দৌড় থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন প্রবীণ কংগ্রেস নেতা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement