Advertisement

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, ব্যাপক আতঙ্ক

শতাব্দী এক্সপ্রেসের সি-৪ কোচে লাগে আগুন। সেই সময় ট্রেনটি রায়ওলায়া কানসারো রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ইমারজেন্সি ব্রেক দিয়ে থামানো হয় ট্রেনটিকে। সেই সময় কোচে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অন্য কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। 

দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন
Aajtak Bangla
  • দেরাদুন,
  • 13 Mar 2021,
  • अपडेटेड 3:38 PM IST
  • শতাব্দী এক্সপ্রেসে আগুন
  • দ্রুত ব্যবস্থা নেয় রেল
  • হতাহতের খবর নেই

দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের (Delhi Dehradun Shatabdi Express) একটি কোচে আগুন। যার জেরে ছড়াল ব্যাপক আতঙ্ক। তবে ঘটনয় হতাহতের কোনও খবর নেই। ইঞ্জিনের দিক থেকে ৮ নম্বর কোচে আগুন লাগে। দ্রত কোচটিকে ট্রেন থেকে আলাদা করা হয়। খবর দেওয়া হয় দমকলে। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে জানা যাচ্ছে। ঘটনায় কেউ আহত হননি বলেই জানিয়েছেন ট্রেনের গার্ড। 

আগুনে আতঙ্কিত যাত্রীরা

জানা গিয়েছে, শতাব্দী এক্সপ্রেসের সি-৪ কোচে লাগে আগুন। সেই সময় ট্রেনটি রায়ওলায়া কানসারো রেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসতেই ইমারজেন্সি ব্রেক দিয়ে থামানো হয় ট্রেনটিকে। সেই সময় কোচে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অন্য কোচে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। 

এই বিষয়ে উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার বলেন, কানসারোর কাছে ঘটেছে ঘটনাটি। শর্ট সার্কিটের কারণেই লেগেছে আগুন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিক ও জিআরপির কর্মীরা। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আপাতত স্বস্তিতে রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement