Advertisement

North East Express Derailed: বিহারে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ৪ জনের মৃত্যু, ১০০ জনের বেশি আহত

বুধবার সন্ধ্যায় বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি।

Aajtak Bangla
  • বক্সার,
  • 12 Oct 2023,
  • अपडेटेड 6:44 AM IST
  • বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়
  • এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে

বুধবার সন্ধ্যায় বিহারের বক্সার জেলার রঘুনাথপুর রেল স্টেশনের কাছে নর্থ ইস্ট এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জনের বেশি। দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে অসমের কামাখ্যা জংশনে যাচ্ছিল আসা নর্থ ইস্ট এক্সপ্রেস। রাত ৯টা ৫৩ মিনিটে রঘুনাথপুর রেল স্টেশনের কাছে ট্রেনের ছটি বগি লাইনচ্যুত হয়। ২৩ কোচের ট্রেনটি কামাখ্যা যাওয়ার জন্য বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়েছিল।

বক্সারের পুলিশ সুপার (এসপি) মনীশ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনায় চার যাত্রীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বাহিনীর একজন আধিকারিক জানিয়েছেন, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের পাটনা এইমস-এ নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করা হয়, অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকরা ঘটনাস্থলে আসেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উদ্ধার কাজ শেষ হয়েছে। মৃত যাত্রীদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে তিনি বলেছেন যে সরকার এই ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার মূল কারণ খুঁজে বের করবে। তিনি আরও জানান যে আটকে পড়া যাত্রীদের গুয়াহাটিতে ফেরানোর জন্য একটি ট্রেন আনা হয়েছে।

এদিকে, ট্রেন দুর্ঘটনার পরেই দিল্লি এবং ডিব্রুগড় রুটে রাজধানী এক্সপ্রেস সহ কমপক্ষে ২১টি ট্রেনকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দুটি ট্রেন বাতিল করা হয়েছে। সেগুলি হল-কাশী পাটনা জন শতাব্দী এক্সপ্রেস (15125) এবং পাটনা কাশী জন শতাব্দী এক্সপ্রেস (15126)।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement